Hooghly Shocker: মাঝরাতে যুগলের ঘর থেকে প্রবল চিত্কার, প্রতিবেশীরা ছুটে এসে দেখলেন মর্মান্তিক কাণ্ড..


বিধান সরকার: হুগলির বৈদ্যবাটিতে রহস্য মৃত্যু যুগলের! মৃতদের নাম মনীশ ভাদুড়ী(৩৫) ও অপর্ণা মাঝি(৩২)। রাত তিনটে নাগাদ তাদের মৃত অবস্থায় উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিস। কীভাবে মৃত্যু তা নিয়ে তালপাড় শুরু হয়েছে পাড়ায়।

বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার বাড়িতে ভাড়া থাকতেন তারা। বৈদ্যবাটি রাজার বাগানে মনীশের বাড়ি আছে। গত ছয় বছর ধরে সীতারামবাগানে ভাড়া ছিলেন দুজনে।
তাদের প্রতিবেশী শুভেন্দু মাঝি জানান, রাত তিনটে নাগাদ বাবা গো, মা গো বলে চিৎকার শুনতে পান তারা। তারপর ওই বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে একজন এবং ঘরের বাইরে পড়ে রয়েছে অন্যজন। ওই অবস্থায় বেশ কিছুক্ষণ তারা ছটফট করেন। রাজার বাগানে মনীশের বাড়ির লোককে খবর দেন প্রতিবেশীরা। তারাই পুলিস ডাকেন। পুলিস এসে উদ্ধার করে নিয়ে যায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে।

আরও পড়ুন-শামী নাকি আসামি! ‘ক্রিমিনাল’ পেসারের কাছ থেকে মাসে ৪ লক্ষ টাকার খোরপোশ আদায় করছেন হাসিন জাহান…

আরও পড়ুন-‘শমীককে কেউ যদি অনভিজ্ঞ বলে তাহলে…’, মুখ খুললেন দিলীপ

মনীশ একটি ঢালাই কারখানায় কাজ করতেন। অপর্ণা পরিচারিকার কাজ করতেন বলে জানা গেছে। তারা এক সঙ্গে থাকতেন। দুজনে সকালে কাজে বেরিয়ে যেত। মনীশ নেশা কর। এনিয়ে দুজনের মধ্যে মাঝে মধ্যে অশান্তি হত বলে জানান প্রতিবেশিরা। তাদের অনুমান নিজেরা মারামারি করার সময় ধারালো কিছু দিয়ে আঘাত করে একে অপরকে।

ঘটনার তদন্তে আসেন চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস,আইসি শ্রীরামপুর সুখময় চক্রবর্তী। বাইরে থেকে কেউ করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *