Mother accused throwing her son: মায়ের সঙ্গে বচসা! দুই কোলের সন্তান-সহ ছেলে-বউমাকে রাস্তায় বের করে দিল…তারপরেই…


চম্পক দত্ত: গভীর রাতে ছেলে, বউমাকে সঙ্গে তাদের দুই শিশুকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে। রাতের অন্ধকারে দুই শিশুকে নিয়ে না খেয়ে রাত কাটল ছেলে বউমার। খবর পেয়ে ঘটনাস্থলে দাসপুর থানার পুলিস পৌঁছে সবক শেখালো ছেলের মাকে। ঘটনায় নিন্দার ঝড়। এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর গ্রামে।

আরও পড়ুন, Baruipur: ফোন নয়, মাঠে ফিরুক পড়ুয়ারা! টানা তিন দিনের ক্রীড়া প্রতিযোগিতায় একাধিক চমক…

জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা লক্ষ্মী দোলই ও তার দ্বিতীয় স্বামী প্রভাত দোলই। লক্ষ্মী দোলইয়ের এক ছেলে ও দুই মেয়ে, মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। এক ছেলে গৌতম রাজমিস্ত্রীর কাজ করে, দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে তার পারিবার। লক্ষ্মী দোলইয়ের বিরুদ্ধে অভিযোগ, ছেলে-বউমা ও তাদের দুই শিশু সন্তানকে রাতে বাড়ি থেকে বের করে দরজায় খিল লাগিয়ে দেয়। ছেলে বউমা তাদের সন্তানদের বাড়ির বাইরে বের করে দিয়ে লক্ষ্মী দেবী ও তার স্বামী ভাত ঘুম নিচ্ছিলেন।

এদিকে বাড়ি থেকে বার করে দেওয়ায় রাতের অন্ধকারে স্ত্রী ও দুই শিশুকে নিয়ে ঠাঁই হয় গ্রামের এক আটচালায়। ছেলে গৌতম দোলই জানায়, মা তাদের ঘরে তালা ঝুলিয়ে বাড়ির বাইরে বার করে দিয়েছে। এই রাতে না খেয়ে বাচ্চাগুলো ক্ষিদের জ্বালায় ঘুমিয়ে গেছে। পাড়ার কয়েকজন মিলে তাদের রাতের খাবার ব্যবস্থা করেছেন। এই ঘটনার খবর দাসপুর থানায় পৌঁছালে থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে কথা বলেন উভয়ের সঙ্গেই।

এহেন দৃশ্য দেখে ছেলের মা লক্ষ্মী দোলইকে তীব্র ভৎর্সনা করে পুলিস। পুলিসের চেষ্টায় আপাতত বাড়িতে ঠাঁই হয়েছে ছেলে বউমা ও তাদের ফুটফুটে দুই শিশুর। তবে লক্ষ্মী দোলইয়ের তার ছেলে বউমার বিরুদ্ধেও বিস্তর অভিযোগ রয়েছে। কিন্তু তাই বলে এই বৃষ্টির রাতে দুই ফুটফুটে শিশু সন্তান-সহ ছেলে বউমাকে বাড়ির বাইরে রেখে কিভাবে ঘুমালো মা বাবা বা শ্বশুর শ্বাশুড়ি?

পারিবারিক হোক বা আর্থিক বা সাংসারিক যেকোনো ঘটনায় হোক না কেন। একজন মা তার ছেলে বউমা এমনকি তাদের দুই ফুটফুটে শিশু সন্তান-সহ কিভাবে রাতের অন্ধকারে বাড়ির বাইরে বার করে দরজায় খিল তুলে দিতে পারে। এমন চরম অমানবিক আচরণের খবর জানাজানি হতেই নিন্দার ঝড় দাসপুরের রাজনগরে। পারিবারিক যে কোনো সমস্যা থাকলেও এমন ঘটনার পুনরাবৃত্তি না হোক চাইছেন সকলেই।

আরও পড়ুন, Dilip Ghosh: ‘আমি ডাকলে যাই, না ডাকলে যাই না…!’, বড় কোনও ইঙ্গিত দিলীপের?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *