জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কসবা, নরসিংহ দত্ত, কলকাতা বিশ্ববিদ্যালয় রাজারহাট ক্যাম্পাস, সোনারপুর কলেজ– একের পর এক কলেজে সামনে এসেছে শাসক দলের ছাত্রপরিষদের ভয়ংকর কাহিনি। মনোজিত্ মিশ্র, সৌভিক রায়দের পাশাপাশি এবার প্রকাশ্যে তন্ময় দে। বিজেপি একটি ভিডিয়ো শেয়ার করে দাবি করেছে, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে (Jogesh Chandra Chaudhuri College) ছাত্রীদের নিরাপত্তা নেই। ক্লাসে এক ছাত্রীর সঙ্গে যে ব্যবহার তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য তন্ময় দে তা নিন্দনীয়।
Inside Jogesh Chandra Chaudhuri College, TMCP member Tanmoy Dey has been engaging in inappropriate and predatory behavior towards female students.
His source of power is Sabbir Ali, a former college student who continues to wield considerable influence on campus. Both of them… pic.twitter.com/dXrpSonSmw
— BJP West Bengal (@BJP4Bengal) July 9, 2025
যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল। এদিন এক্স হ্যান্ডেলে বিজেপি লেখে, ‘যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ভিতরে TMCP-র সদস্য তন্ময় দে মহিলা ছাত্রছাত্রীদের প্রতি অশালীন ও হেনস্থামূলক আচরণে লিপ্ত হয়েছে। তাঁর শক্তির মূল উৎস সাব্বির আলি, যিনি কলেজের প্রাক্তন ছাত্র হলেও এখনও ক্যাম্পাসে ব্যাপক প্রভাব বিস্তার করেন। তাঁদের দু’জনকে প্রায়ই বিভিন্ন তৃণমূল কংগ্রেস (TMC)-এর অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। এই ধরনের তৃণমূল নেতাদের কারণেই আজ পশ্চিমবঙ্গে মহিলারা নিজেদের নিরাপদ বোধ করেন না — এমনকি কলেজ ক্যাম্পাসের মধ্যেও, যেখানে তৃণমূল একটি ভয়ের ও দমনমূলক পরিবেশ তৈরি করেছে।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)