জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুরুগ্রামের বাড়িতে বাবার গুলিতে টেনিস খেলোয়াড় রাধিকা যাদব নিহত। বাবা তার মেয়েকে লক্ষ্য করে পাঁচটি গুলি চালিয়েছেন, যার মধ্যে তিনটি তাঁর গায়ে লেগেছে। প্রাথমিক তদন্তে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাধিকার বাবা মেয়েকে হত্যার কথা স্বীকার করেছে।
কে রাধিকা যাদব?
নিহত রাধিকা যাদব একজন টেনিস খেলোয়াড় ছিলেন এবং গুরুগ্রামের সুশান্ত লোক-ফেজ ২-এ থাকতেন।
পুলিসের বক্তব্য:
পুলিস জানিয়েছে যে তারা একটি ফোন পেয়েছিল, যে গুলিবিদ্ধ এক মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এরপর পুলিশ তাঁর বাড়িতে গিয়ে দেখতে পায় যে সে একজন টেনিস খেলোয়াড়, সঙ্গে একটি একাডেমি চালাত।
মৃতের বাবাকে গ্রেফতার করা হয়েছে এবং প্রাথমিক তদন্তের সময় সে তাকে হত্যার কথা স্বীকার করেছে। পুলিস জানিয়েছে যে অভিযুক্তের ভাই অভিযোগ দায়ের করেছেন এবং জানা গেছে যে দীপক, তার মেয়ে টেনিস একাডেমি চালানোয় জন্য বিরক্ত ছিলেন। একেবারেই পছন্দ করত না এইসব।
মৃত্যুর সম্ভাব্য কারণ:
সংবাদমাধ্যম সূত্রে বলা হয়েছে যে, তাঁর বাবা রাধিকার ইনস্টাগ্রাম রিল তৈরির প্রতি তাঁর আসক্তি নিয়ে বিরক্ত ছিলেন।
রাধিকার পরিচিতি:
রাধিকা জাতীয় স্তরের টেনিস খেলোয়াড় ছিলেন এবং বেশ কয়েকটি প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF)র্যাঙ্কিং ছিল ডাবলস টেনিস খেলোয়াড় হিসেবে ১১৩। একটি স্পোর্টস ওয়েবসাইটের তথ্য অনুসারে, রাধিকা যাদবের জন্ম ২০০০ সালের ২৩শে মার্চ এবং তিনি ITF ডাবলসে শীর্ষ ২০০ জনের মধ্যে ছিলেন।
তিনি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে বিশ্বনাথ হারশিনি, বুগ্রাট মেলিস, সান ইফান, মারুরি সুহিথা এবং মাশাবায়েভা দিলনাজের বিরুদ্ধে ম্যাচও ছিল।
২৫ বছর বয়সী এই তরুণীকে সকাল ১০টায় গুরুগ্রামের সেক্টর-৫৭-এ তার বাড়িতেই গুলি করে হত্যা করা হয়।
পুলিস তার বাবার ব্যবহৃত বন্দুকটি বাজেয়াপ্ত করেছে এবং বিষয়টি তদন্তাধীন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)