Panchayat fame actor Aasif Khan: সাফল্যের মাঝেই ছন্দপতন! মাত্র ৩৪-এ হৃদরোগে আক্রান্ত ‘পঞ্চায়েত’-খ্যাত অভিনেতা আসিফ…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর (Panchayat) জন্য পরিচিত অভিনেতা আসিফ খান (Aasif Khan)। মাত্র ৩৪ বছরেই হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে অবাক সকলেই। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মঙ্গলবার আসিফ খান নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন, যা সম্ভবত হাসপাতাল থেকেই তোলা। সঙ্গে তিনি একটি আবেগঘন বার্তা লেখেন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন- Sayak Chakraborty Wedding: চুপিসারে ছাদনাতলায় সায়ক! পাত্রী ছোটপর্দার জনপ্রিয় নায়িকা, সত্যিই বিয়ে করলেন অভিনেতা?

পঞ্চায়েতের দামাদজি লেখেন, “গত ৩৬ ঘণ্টা ধরে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে গিয়ে বুঝলাম—জীবন খুব ছোট, প্রতিটি দিনকে গুরুত্ব সহকারে নিতে হবে। এক মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে। যেটুকু আছে, তার জন্য কৃতজ্ঞ থাকো। যাঁরা তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাঁদের ভালোবাসো ও যত্ন নাও। জীবন একটি আশীর্বাদ।”

অন্য একটি স্টোরিতে তিনি লেখেন, “গত কয়েক ঘণ্টা ধরে কিছু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, যার কারণে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে এখন অনেকটাই ভালো আছি এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছি। যারা আমার জন্য উদ্বিগ্ন হয়েছেন, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি খুব তাড়াতাড়ি ফিরব। ততদিন আপনারা সবাই আমাকে মনে রাখবেন।”

আরও পড়ুন- Mamata Banerjee on Samosa-Jalebi: ‘শিঙাড়া-জিলিপির উপর নিষেধ মানব না, খাদ্যাভাসে হস্তক্ষেপ করা উচিত নয়’, প্রতিবাদে মমতা…

প্রসঙ্গত, আসিফ খান শেষ অভিনয় করেছেন সিদ্ধান্ত সচদেব পরিচালিত ‘দ্য ভূতনি’ নামের একটি হরর-কমেডি সিনেমায়, যেখানে তিনি ‘নাসির’ চরিত্রে ছিলেন। এছাড়াও তিনি ‘পাতাল লোক’, ‘জামতারা, সবকা নম্বর আয়েগা’, ‘পাগলাইট’ সহ একাধিক ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেন। আগামীতে আসিফকে দেখা যাবে ‘থামা’ নামক একটি সিনেমায়, যেখানে তাঁর সঙ্গে থাকবেন আয়ুষ্মান খুরানা, রাশ্মিকা মন্দান্না, পরেশ রাওয়াল, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও সঞ্জয় দত্ত। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *