জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউনূসের বাংলাদেশে এবার সত্যাজিত্ রায়ের পূর্বপুরুষের ভিটেতেও! ‘বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ঠাকুরদা, স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক-সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্মৃতিজড়িত তাঁদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে’, এক্স হ্যান্ডেলে পোস্ট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এই সংবাদ অত্যন্ত দুঃখের। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্রকিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি, এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত’। বাংলাদেশ সরকার ও সেদেশের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার আবেদন জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডল পোস্টে বলেছেন, ‘ভারত সরকার বিষয়টিতে নজর দিন’।
খবরে প্রকাশ যে, বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ঠাকুরদা, স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক-সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্মৃতিজড়িত তাঁদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল বলে খবর প্রকাশিত।
এই সংবাদ অত্যন্ত দুঃখের। রায় পরিবার বাংলার…
— Mamata Banerjee (@MamataOfficial) July 15, 2025
সত্যজিতের জন্ম ও বেড়ে ওঠা কলকাতাতেই। কিন্তু কিংবদন্তী এই পরিচালকের পূর্বপুরুষদের নিবাস ছিল বাংলাদেশে ময়মনসিংহ শহরে। হরিকিশোর রায় রোডের সেই বাড়িটি অবশ্য বহু বছর ধরে বাংলাদেশ শিশু অ্যাকাদেমির ময়মনসিংহ জেলার অফিস হিসাবে ব্যবহার করা হত। শিশু অ্যাকাদেমিই বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বস্তুত, বাড়িটির সামনের অংশের প্রায় পুরোটাই ভেঙে ফেলা হয়েছে বলে খবর।
প্রায় দেড়শো বছরের পুরানো বাড়িটির মালিক ছিলেন প্রয়াত জমিদার হরিকিশোর রায়। তিনি ছিলেন সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পালক পিতা। দীর্ঘদিন ওই বাড়িতে থেকেছেন উপেন্দ্রকিশোর।
আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, অসম বন্যাত্রাণে টাকা পায়, বাংলা পায় না’!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)