Bhangor TMC Leader Death: সবজি বিক্রির আড়ালে চলত সুপারি নেওয়া, ভাঙড়ে তৃণমূল নেতা খু*নে গ্রেফতার মূল ‘শ্যু*টা*র’


প্রসেনজিত্ সরদার: ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের মামলায় আরও এক গুরুত্বপূর্ণ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। সবজি বিক্রেতা জাকির গাজী নামের ওই ব্যক্তিকে নারায়ণপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, রেজাউল মোল্লা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি পানাপুকুর এলাকায়। তাকে গ্রেফতার করেছে উত্তর কাশিপুর থানার পুলিস। সবেমিলিয়ে রাজ্জাক খাঁ খুনের মামলায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৭।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ভাঙড় ১ নম্বর ব্লকের নারায়ণপুরের বাসিন্দা জাকির গাজী পেশায় একজন সবজি বিক্রেতা। সে পাগলারহাট বাজারে সবজি বিক্রি করত। তবে এর আড়ালে তার অপরাধমূলক অতীত রয়েছে। জানা গেছে, আগে ডাকাতির মামলায় ১০ বছর জেল খেটেছে জাকির।

তদন্তে উঠে এসেছে, রাজ্জাক খাঁ খুনের দিন অর্থাত্ গত বৃহস্পতিবারের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল জাকির। পুলিস সূত্রে দাবি, ঘটনার সময় জাকিরের কাছেই ছিল আগ্নেয়াস্ত্র এবং মূল শ্যুটার হিসেবে তাকেই চিহ্নিত করা হয়েছে। আরও জানা গিয়েছে, জাকিরকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল রাজ্জাক খাঁকে খুন করার জন্য। খুনের পরিকল্পনা এবং অস্ত্র সরবরাহ ঘিরে ক্রমেই জটিল হয়ে উঠছে এই মামলার চিত্র।

আরও পড়ুন-ফাঁ*সি আপাতত স্থগিত! কেরালার নার্স নিমিশার প্রাণ বাঁচাতে ইয়েমেনে বৈঠকে ভারতের এই মুফতি

আরও পড়ুন-নিম্নচাপের বর্ষণে নাজেহাল শহর, ৫ জেলায় চলবে বৃষ্টি, দুর্যোগ কাটবে কবে?

পুলিস ধৃত জাকিরকে জেরা করে খুনের পিছনে থাকা মূল ষড়যন্ত্রকারীদের সন্ধান পেতে মরিয়া। আরো জানা যাচ্ছে মুফাজ্জল মোল্লা এই ব্যক্তিকে ভাড়া করেছিল। এবং এই ব্যক্তি ধারালো অস্ত্র আগ্নেয় অস্ত্র নিয়ে এসেছিল। গুলি ও চালিয়েছিল বলে পুলিশ সূত্রের খবর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *