‘একুশে জুলাই চিরকাল চলবে, কোনওদিনই বন্ধ হবে না’। ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ মঞ্চ পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘আমাদের বছরের একটা কর্মসূচি শহীদ স্মরণে আমরা এখানে করি। এই নিয়েও অনেকে আপত্তি আছে। অনেকে আপত্তি জানায়। তারা যখন নবান্ন অভিযান করেন পুলিসের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে। কই, তাঁদের যখন সেন্ট্রাল কর্মসূচি থাকে, আমরা তো প্যারালাল কর্মসূচি করি না’।