অর্ণবাংশু নিয়োগী: সোমবার সকালে এজলাসে বসেই কলকাতা পুলিসকে সার্টিফিকেট দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সকালে এজলাসে বসেই অবশ্য রাস্তার হাল নিয়ে সন্তোষ প্রকাশ করে আদালত। তার সঙ্গে সহমত প্রকাশ করে নিউ আলিপুর থেকে আসা এক আইনজীবী দাবি করেন, আজও অন্য দিনের মতো একই সময়ে তিনি বাড়ি থেকে গাড়ি নিয়ে কোর্টে পৌঁছেছেন। যা শুনে বিচারপতির বক্তব্য, ‘আমি তো বরাবর বলি কলকাতা পুলিসের উপর আমার ভরসা আছে।’
আরও পড়ুন, Mamata Banerjee: ‘একুশে জুলাই চিরকাল চলবে, কোনওদিনই বন্ধ হবে না’…
এরপরেই বিচারপতির ক্ষোভ আইনজীবীদের পদক্ষেপ নিয়ে। এদিন বার অ্যাসোসিয়েশন প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে, কোনও মামলার একপক্ষ না এলে যাতে কোনও রায় না দেওয়া হয়। সেই প্রসঙ্গ টেনে এবং এজলাস কার্যত আইনজীবী শূন্য দেখে বিচারপতির মন্তব্য, ‘এইভাবে কোর্টের কাজ এগোনো যাচ্ছে না। আজ রাস্তার যা অবস্থা সকাল সাড়ে ১০ টার মধ্যে কোর্টে পৌঁছনো যায় না এটা আমি বিশ্বাস করি না। আপনারা কাজের জায়গা নষ্ট করছেন।’
আরও পড়ুন, Mamata Banerjee: একুশের প্রস্তুতি, ধর্মতলায় তদারকিতে মমতা…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)