NewTown Crime Case: মোবাইলে পরপুরুষের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ ছবি! ‘শুধরে যা, না হলে…’ এরপরই প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস! রাগেই ভয়ংকর খুন নিউটাউনে…


নান্টু হাজরা: একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক। সেই কারণেই গৃহবধূকে খুন,  নিউটাউনের গেস্টহাউজে স্ত্রীকে খুন করাপ পর স্বীকারোক্তি স্বামী বিশ্বজিৎ মন্ডলের। 

নিউটাউন হত্যাকাণ্ড: 

পুলিস সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ধৃত বিশ্বজিৎ মন্ডল জানিয়েছে, অন্য পুরুষের সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি স্ত্রী ইতিকার মোবাইলে দেখতে পায়। এরপরে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে একাধিকবার ঝামেলা হয়। সূত্রের খবর, সোমবার দুপুরের নিউটাউনে গেস্ট হাউসে ওঠার পর এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা উঠলে স্ত্রী জানায় তার প্রচুর টাকার প্রয়োজন। মাসে মাসে তাকে ১০ হাজার করে টাকা দিতে হবে। না হলে তার যা ইচ্ছে তাই করবে। এরপরই বেল্ট গলায় জড়িয়ে স্ত্রীকে বারবার একই কথা বলে শুধরে যা না হলে মেরে দেব। স্ত্রী বলে তোমার যা ইচ্ছা তাই করো। এরপরই স্ত্রী ইতিকাকে বেল্ট দিয়ে ফাঁস দিয়ে মেরে দেয় বিশ্বজিৎ। ঘটনার পর ১০০ নম্বরে ডায়ালে ফোন করে নিজেই জানায় বিশ্বজিৎ। তার নিজের মোবাইলে ভিডিয়ো করে এবং সেখানে জানায় কেন স্ত্রী ইতিককে খুন করেছে সে।

পুলিসি তদন্ত: 

নিউটাউন থানার পুলিস খবর পেয়ে নিউটাউন গৌরাঙ্গ নগর সাহা মার্কেট এর গেস্ট হাউসে যায়। গেস্ট হাউসের তিনতলার ঘর থেকে গৃহবধূর দেহ উদ্ধার করে পুলিস। গ্রেফতার স্বামী। ধৃতের নাম বিশ্বজিৎ মন্ডল। বাড়ি দক্ষিণ দিনাজপুরের হোসেনপুর। ধৃতকে আজ বারাসাত আদালতে তোলা হবে। পুলিস নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

সূত্রপাত: 

উল্লেখ্য, নিউটাউন সাহা মার্কেটের গেস্ট হাউজে মহিলা খুন নিয়ে চাঞ্চল্য ছড়ায় গতকাল। ঘটনাস্থলে নিউটাউন ও ইকোপার্ক থানার পুলিস ও উচ্চপদস্থ আধিকারিকেরা আসেন। এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ১০০ ডায়ালে ফোন যায় যে, নিউটাউন সাহা মার্কেট এলাকায় একটি গেস্ট হাউজে স্বামী তার স্ত্রীকে মার্ডার করেছে। মৃতার নাম ইতিকা মন্ডল। স্বামী বিশ্বজিৎ মন্ডল দক্ষিণ দিনাজপুর এর বাসিন্দা। খবর পেয়ে তড়িঘড়ি ইকোপার্ক থানা ও নিউটাউন থানার পুলিস এসে পৌঁছয়।

পুলিস এসে তড়িঘড়ি স্বামীর মোবাইল নাম্বার ট্র্যাক করে পালানোর আগেই নিউটাউন এলাকা থেকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পরকীয়া সন্দেহে তার স্ত্রীর সঙ্গে গেস্ট হাউজে ঝামেলা হয়। এর পরেই শ্বাস রোধ করে খুন করা হয়। গতকালই এই গেস্ট হাউজে ওঠে স্বামী-স্ত্রী। ইকোপার্ক ঘুরতে এসেছিল। নিউটাউন থানার পুলিস স্বামীকে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করছিল।

আরও পড়ুন:  Newtown Crime Incident: হাড়হিম নিউটাউন! পরকীয়া-সন্দেহ-ঝগড়া! গেস্ট হাউজের ঘরে শ্বাসরোধ করে স্ত্রীকে … অবিশ্বাস্য…

আরও পড়ুন:  Mamata Banerjee: নজরে ছাব্বিশ! ২ অগাস্ট থেকেই বুথ-ভিত্তিক নতুন সরকারি প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, মমতা জানালেন..

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *