অরূপ বসাক: মালব্লকের ঘিস নদীর (Ghess River) একটি শাখা রমতি খোলায় জল বেড়ে যাওয়ায় রেলের আন্ডারপাসের কাছে আটকে পড়ে একটি চারচাকার গাড়ি। গতকাল মঙ্গলবার বিকেলের ঘটনা এটি। ওই গাড়িতে থাকা শিলিগুড়ির (Siliguri) চার যুবক-যুবতী কোনওরকমে গাড়ি থেকে নেমে নিরাপদে বেরিয়ে আসতে পারেন। পরে স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় গাড়িটিকে নদী থেকে টেনে বের করা হয়।
চালতা ফরেস্ট
সম্প্রতি চালতা ফরেস্ট এলাকাটি ডে আউট বা পিকনিকের জন্য নতুন প্রজন্মের কাছে ক্রমশ একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে। কিন্তু হাতির করিডরে অবস্থিত এই এলাকায়, যে কোনও সময়ে বড় বিপদের আশঙ্কায়, বন দফতর সেখানে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। প্রশাসনের ধারণা, এদিন চালতা ফরেস্টে যাওয়া ওই চারজন পর্যটকের হয়ত এ বিষয়ে কোনও ধারণা ছিল না। প্রকৃতির রূপ উপভোগ করতে গিয়ে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াতে পারা এই ঘটনার পরে স্থানীয় প্রশাসন ও বন দফতরের তরফে ফের সতর্কতা জারি করা হয়। সম্ভবত হড়পা বানের কারণে অতিরিক্ত জল বেড়ে যায় এই রমতি খোলায়।
আইসিডিএস সেন্টারের উপর গাছ
ওদিকে গভীর রাতে বৃষ্টির কারণে মাল ব্লকের ডামডিমে নিচুবাজার এলাকার ৭০০ নম্বর ICDS সেন্টারের উপর ভেঙে পড়ল একটি পুরনো বটগাছ। এতে সেন্টারের রান্নাঘর সম্পূর্ণ ভেঙে যায়। একটি ক্লাসঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু পুরনো ওই বটগাছটির ডাল অতীতেও বেশ কয়েকবার ভেঙে পড়েছে। রাতের বৃষ্টিতে ভিজে ভারী হয়ে যাওয়া গাছটি ভেঙে ICDS সেন্টারের উপর পড়ে যায় বলে জানা গিয়েছে। সৌভাগ্যবশত, গভীর রাতে ঘটনাটি ঘটায় কেউ আহত হয়নি।
বিপর্যয় মোকাবিলা
জানা গিয়েছে, রান্নাঘর পুরোপুরি ভেঙে যায়, হাঁড়ি-কড়াই-বালতি—সবকিছুই নষ্ট হয়েছে। ক্লাসঘরটাও ভেঙেছে। ICDS সেন্টারের তরফে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ায়। অনেকেই আতঙ্কিত হচ্ছেন এই ভেবে যে, যদি ঘটনাটি স্কুল চলাকালীন সময়ে ঘটত, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)