রাজীব চক্রবর্তী: উপাচার্য নিয়োগে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। রাজ্যের ১৫টি বিশ্ববিদ্যালয়ে কারা হবেন উপাচার্য, সেটা আর মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল কেউই এককভাবে ঠিক করতে পারবেন না। এবার সেই দায়িত্ব পড়ল প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতের (Uday Umesh Lalit) নেতৃত্বাধীন একটি সিলেকশন কমিটির উপর। এমনটাই জানিয়ে দিল বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ।
আরও পড়ুন, Mamata Banerjee: বাঙালি অস্মিতা! পুজো অনুদান এবার বেড়ে ১ লাখ ১০ হাজার, বড় ঘোষণা মমতার
গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সিলেকশন কমিটি প্রতিটি প্রার্থীর যোগ্যতা আলাদা করে খতিয়ে দেখবে। তারপর তালিকা পাঠাবে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী নিজের পছন্দ অনুযায়ী অর্ডার অফ প্রেফারেন্স তৈরি করে পাঠাবেন রাজ্যপালের কাছে। এই তালিকা নিয়ে রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫টির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল আলাদা মত দিয়েছেন। তাই আদালতের আজকের রায়— দু’পক্ষের বক্তব্য শুনে নিরপেক্ষভাবে উপাচার্যদের অর্ডার অফ প্রেফারেন্স তৈরি করবেন বিচারপতি ললিত।
যত দ্রুত সম্ভব সেই কাজ শেষ করার নির্দেশও দিয়েছে আদালত। শুক্রবার শুধু দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য নিয়োগে ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হচ্ছেন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। কোচবিহার বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর তালিকায় থাকা প্রথম পছন্দের প্রার্থীই হবেন উপাচার্য। চার সপ্তাহ পর ফের শুনানি। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। রাজ্য-রাজ্যপাল বিবাদে নজিরবিহীন সিদ্ধান্ত বলা যেতে পারে সুপ্রিম কোর্টের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)