Khalid Jamil: জাভি-গার্দিওলা নয়, খালিদ জামিলেই ভরসা রাখল ভারত! ইস্টবেঙ্গল-মোহনবাগানকে ফেরানো নয়া জাতীয় কোচ কে?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১ আগস্ট, ২০২৫ ভারতীয় ফুটবলের এক নতুন অধ্যায়ের সূচনা করল। দেশের প্রাক্তন মিডফিল্ডার খালিদ জামিল-কে ভারতের জাতীয় পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর ক্লাব জামশেদপুর এফসি-র কোচ হিসেবে দায়িত্বে থাকা ৪৮ বছর বয়সী জামিলকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর নির্বাহী কমিটি একটি তিনজনের সংক্ষিপ্ত তালিকা থেকে বেছে নেয়।

আরও পড়ুন, Mohun Bagan vs Mohammedan: লিস্টন আগুনে ১০ জনের মোহনবাগান মিনি ডার্বিতে হারাল মহামেডানকে!

তিনি স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ-এর জায়গায় এলেন। গত মাসে এআইএফএফ-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন খালিদ। খালিদ জামিল হলেন ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে দায়িত্ব পালন করা সাবিও মেদেইরা-র পর ভারতের জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত প্রথম ভারতীয়। এই নিয়োগকে অনেকেই দেশের ঘরোয়া প্রশিক্ষণ প্রতিভা বিকাশের প্রতি আস্থা এবং ভারতীয় ফুটবল কাঠামোর গভীর বোঝাপড়া জাতীয় দলে নিয়ে আসার পদক্ষেপ হিসেবে দেখছেন।

আরও পড়ুন, Yuzvendra Chahal: ‘কাউকে কখনও ঠকাইনি! কাঁদতাম আর ভাবতাম জীবন শেষ করব, ধনশ্রী…’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *