দক্ষিণে বৃষ্টি কমবে, তাপমাত্রা বাড়বে! উত্তরে দুর্যোগের অশনি সংকেত…আবহাওয়ার বড় আপডেট…| Rainfall to Decrease in South Temperature to Rise Storm Warning in the North Major Weather Update


অয়ন ঘোষাল: মনসুন ফ্লো-র প্রভাবে অতি বৃষ্টি উত্তরবঙ্গে। আজ ও কাল প্রবল বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বাড়বে নদীর জলস্তর। পার্বত্য এলাকায় নামতে পারে ধস। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে; বাড়বে তাপমাত্রা এবং চরমে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: ছোট বিষয়ে অবহেলা করবেন না মেষ, ব্যবসায় চাপ আসতে পারে মিথুনের…

সিস্টেম 
বিহার এবং উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় সরলো ঘূর্ণাবর্ত। পঞ্জাব, তামিলনাড়ু এবং পূর্ব উত্তর প্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখা লখনউ, গোরখপুর, পটনা, পূর্ণিয়া, বহরমপুর হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 

দক্ষিণবঙ্গ 
রবিবার ও সোমবার আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটা বাড়বে। মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। 

মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরো কমবে। কিছুটা বাড়বে তাপমাত্রা; সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি আরো অনেকটা বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে।

উত্তরবঙ্গ
আজ রবিবার অতিবৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির সতর্কতা ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে। ভারী বৃষ্টির সর্তকতা ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলাতে। 

আরও পড়ুন:Husband Wife Controversy: ওকে আর কারোর হতে দেব না! ডিভোর্সের পর প্রাক্তন স্ত্রীর ‘নগ্ন’ ভিডিয়ো পোস্ট বর্বর স্বামীর…

সোমবার উত্তরবঙ্গের উপরের জেলাতে অতিবৃষ্টির সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। মঙ্গলবার থেকে শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।

ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা তোর্সা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং কালিম্পংএর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।

কলকাতা 
মূলত আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। সোমবার বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা; সঙ্গে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি।

আরও পড়ুন:Uttar Pradesh Shocker: ব্ল্যাকমেল, ভরা বাজারে অপমান! সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত ২৬-এর তরুণীর, হাতের তালুতে লেখা…

কলকাতার তাপমান 
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৫ থেকে ৯৬ শতাংশ। 

ভিন রাজ্যে 
প্রবল বৃষ্টির চরম সর্তকতা অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়। সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গ। অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব উত্তর প্রদেশ, উত্তরাখান্ড এবং বিহার, কেরল ও মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাই কাল। 

ভারী বৃষ্টির সতর্কতা
ছত্রিশগঢ়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশ, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি। হিমাচল প্রদেশ এবং ঝাড়খন্ড। নাগাল্যান্ড মনিপুর মিজোরাম ত্রিপুরা। রয়েলসীমা ভারী বৃষ্টির সর্তকতা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *