Khardaha Weapon Case: খবরে খড়দহ! ১৫ টি আগ্নেয়াস্ত্র-সহ ১০০০ রাউন্ড গুলি উদ্ধার জনবহুল এলাকার ফ্ল্যাট থেকে… চাঞ্চল্য…


রণয় তিওয়ারি এবং পিয়ালি মিত্র:  খড়দহের রিজেন্ট পার্ক এলাকায় প্রতিভা মঞ্জিল এপার্টমেন্ট থেকে ১৫ টি আগ্নেয়াস্ত্র এবং ১০০০ রাউন্ড গুলি উদ্ধার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। উদ্ধার কয়েক লক্ষাধিক টাকা। লিটন মুখার্জি  নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।

পুলিসের বক্তব্য: 

পুলিস সুত্রে খবর পুরুলিয়া থেকে এই অস্ত্র সে বানিয়ে নিয়ে এসেছে। মুঙ্গের থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেই মধুসুদন মুখার্জির হদিস পায় ব্যারাকপুর পুলিস কমিশনারেট। এরপরই ভোরবেলাতে ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর পুলিসের তদন্তকারী অফিসাররা পুরো ফ্ল্যাট ঘিরে ফেলে। এরপর মধুসুদন মুখার্জিকে পুলিশ জেড়া করতেই অস্ত্র ভান্ডারের হদিস পায় পুলিস।

পুলিস জানাচ্ছে, ফ্ল্যাট থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও কয়েক লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। মিলেছে নগদও। আটক করা হয়েছে লিটন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলেই এই অস্ত্রভাণ্ডারের রহস্যভেদ হবে বলে আশাবাদী তদন্তকারীরা। কিন্তু খড়দহের রিজেন্ট পার্কের মতো জনবহুল এলাকায় কোন উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল, তা ভাবাচ্ছে পুলিশকে।

স্থানীয় বাসিন্দা সুপ্রতিম ভট্টাচার্য বলেন, ‘আমরা এ পাড়ার লোক। কোনও দিনও এমন ঘটনা পাড়ায় শুনিনি। এমনকী এ রকম আবাসনে এই সব চলতে পারে, সেটাও ভাবতে পারছি না। খুবই আতঙ্কিত এটা নিয়ে। এমনিই এ পাড়া শান্ত। আর ফ্ল্যাটের ভিতরে কী চলে, তা আমরা তো জানতে পারি না।’

কী ভাবে খরদহের ফ্ল‍্যাটে অস্ত্রের পাহাড়ের খোঁজ? 

সূত্রের দাবি, ঘটনার সূত্রেপাত মাস দেড় দুই আগে, নিজের ‘ভুলেই’ ফাঁদে  পড়েন অস্ত্রকারবারী মধুসুদন মুখার্জি।  একটি হোয়াটসঅ‍্যপা গ্রুপে কিছু অস্ত্রের ছবি পাঠিয়ে ফেলে মধুসুদন। পরে সেই ভুল বুঝতে পেরে ডিলিট করে দেন। কিন্তু সেই সূত্রের খবর পৌঁছয় পুলিসের কাছে। পুলিস নজর রাখতে শুরু করে। গত চারদিন ধরে লাগাতার নজরদারি চালিয়ে নির্দিষ্ট সূত্রে মিলতেই আজ অভিযান। 

সম্প্রতি ধর্মতলা বাস স্ট‍্যান্ড থেকে উদ্বার হয়ছিল ১২০ রাউন্ড কার্তুজ, কিন্তু একসঙ্গে ১০০০ রাউন্ড গুলি উদ্বার সাম্প্রতিক কালে হয়নি 

উদ্বারে হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে মুঙ্গেরে তৈরি বেশ কিছু অত‍্যাধুনিক অস্ত্রও। 

আরও পড়ুন: Cockroach incident in Air India Flight: সানফ্রানসিসকো-কলকাতা উড়ানে মাঝ আকাশে আরশোলার উত্‍পাতে অতিষ্ঠ যাত্রীরা… এয়ার ইণ্ডিয়া কেলেঙ্কারি…

আরও পড়ুন: Abhishek Banerjee TMC Loksabha leader: দিল্লিতে বড় পদক্ষেপ মমতার! লোকসভায় দলনেতা অভিষেক, চিপ হইপের পর থেকে ইস্তফা কল্যাণের…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *