ডার্বি জিতে মারমুখী লাল-হলুদ সমর্থকরা! খেলা শেষ হতেই… রক্তাক্ত কাণ্ড যুবভারতীতে..A mohun Bagan supporter reportedly attacked by East Bengal Fans after derby in YBK


দেবব্রত ঘোষ: মরসুমের প্রথম ডার্বির রং লাল-হলুদ। যুবভারতী থেকে ফেরার পথে ‘আক্রান্ত’ মোহনবাগান সমর্থক। মারমুখী ইস্টবেঙ্গল সমর্থকদের হাতে থেকে কোনওমতে রক্ষা পেলেন তাঁর বন্ধুরা।

আরও পড়ুন:  Rapido Driver Missing Case: নৈহাটি যাবেন বলে লোকেশন রামপুরহাট, রহস্য নিখোঁজ Rapido চালক! বিহ্বল স্ত্রীকে পুলিস বলল…

স্থানীয় সূত্রে খবর, আক্রান্তের নাম দীপেশ কুন্ডু। বাড়ি, হাওড়ায় বেলুড়ের পঞ্চানন স্ট্রিটে। মোহনবাগান সমর্থক দীপেশ খেলা দেখতে মাঠে যান নিয়মিত। গতকাল, বুধবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। যুবভারতীতে ডার্বি দেখতে যান দীপেশ। সঙ্গে তাঁর বন্ধুরাও। কিন্তু খেলায় মোহনবাগানকে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল। মন খারাপ নিয়ে স্টেডিয়ামে থেকে বাড়ির পথে ধরেন দীপেশ ও তাঁর বন্ধুরা।

এদিকে যুবভারতী তিন নম্বর গেটের বাইরে তখন উত্‍সবে মেতেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। অভিযোগ, দীপেশদের দেখামাত্র রীতিমতো গালিগালাজ করতে শুরু করেন তাঁরা।  প্রতিবাদ করতেই শুরু হয় মারধর। বন্ধুরা পালিয় গেলেও দীপেশ পারেননি। হাত ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে তাঁর। বাইক চালিয়ে কোনওরকমে বাড়ি ফেরেন ওই মোহনবাগান সমর্থক। 

দীপেশ বলেন, ‘খেলায় হারজিত আছে। কিন্তু এধরনের ঘটনা কাম্য নয়’। তবে এই ঘটনার পরেও মোহনবাগানের হয়ে গলা ফাটাতে মাঠে যাওয়া যে বন্ধ করবেন না, তাও জানিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন:  Malda: ছেলেকে সঙ্গে নিয়ে স্বামীকে নৃশংস খু*ন! তারপর স্ত্রী নিজেই নির্বিকারে থানায় গিয়ে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *