অনুপ কুমার দাস: সাপের কামড়ে অকস্মাত্ মারা যায় তেহট্ট নাটনা গরিবপুর গ্রামের বাসিন্দা ১০ বছর বয়সের অভিরূপ ঘোষ। মারা যাওয়ার পর তাঁকে পুলিস মর্গে রাখা হয়। ময়নাতদন্তের জন্য তেহট্ট পুলিস মর্গ থেকে বের করে কৃষ্ণনগর জেলা হসপিটালে পাঠানোর সময় এলাকাবাসী দাবি করে মৃত শিশুটি বেঁচে আছে। নাক দিয়ে সর্দি বেরচ্ছিল,আর ইউরিনও বেরচ্ছিল। হঠাত্ দেখা যায়, বাচ্চা জীবিত আছে। ওই অবস্থায় বাচ্চাকে বের করে নার্সিংহোমের নিয়ে যাওয়া হয়। তা দেখে শিশুটিকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় হসপিটালে ভাঙচুর করে পরিবারের লোকজন। মৃত শিশুটিকে নিয়েও যায় পরিবারের লোকজন। খবর পেয়ে বিশাল পুলিস বাহিনী হসপিটালে পৌঁছয়, লাঠিচার্জ করে। তারপর পুলিস মৃত শিশুটির মরদেহ উদ্ধার করে,ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগরে পাঠায়। এই ঘটনায় চারজনকে থানায় ধরে নিয়ে যায় তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য, গোটা বিষয় তদন্ত শুরু করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)