জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখন অতীতের ছায়া মাত্র। সেই ওয়েস্ট ইন্ডিজ আর নেই। তবু কিছুটা লড়াই দিলেন ক্যারিবিয়ানরা। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ পকেটে পুরে ফেলল ভারত। সঙ্গে ম্যালকম মার্শাল, হোল্ডিংদের দেশের বিরুদ্ধে টানা দশটি টেস্ট সিরিজ জেতার রেকর্ডও গড়লেন শুভমন গিলরা।
আরও পড়ুন: WATCH: মাঠে ইন্ডিয়া-উইন্ডিজ, গ্যালারিতে মহিলার উদ্দাম খেলা! সঙ্গীর ঘাড় ধরে নীচু করিয়েই…
ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে টেস্ট সিরিজে যে ভারতই জিতবে, তা জানাই ছিল। তবে যতটা সহজ ভাবা হয়েছিল, ততটা সহজে কিন্তু জয় এল না। বরং বিপক্ষকে ফলো অন করিয়েও চতুর্থ ইনিংসে ব্যাট করতে হল ভারতকে। ১২১ রান তাড়া করতে নেমে ৩ উইকেটও পড়ল। শেষপর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে ৭ উইকেটে ভারতকে জেতালেন কে এল রাহুল।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ভারত। ৫১৮ রান তোলেন শুভমান গিলরা। জবাবে ২৪৫ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গে ক্যারিবিয়ানদের ফলো অন করান শুভমান। কিন্তু ২৭০ রানে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল ও শাই হোপে জোড়া সেঞ্চুরিতে ইনিংসে হার বাঁচায় তারা। টসের সময়েই ক্যারিবিয়ান অধিনায়ক জানিয়েছিলেন, ৯০ ওভার ব্যাট করাই তাঁর লক্ষ্য। ম্যাচ শেষে স্কোরকার্ড বলছে, দুই ইনিংস মিলিয়ে প্রায় ২০০ ওভার ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)