Sunny Leone Mathura Tour: ‘শ্রীকৃষ্ণের পুণ্যভূমিতে অশ্লীলতা নয়’, সাধুদের বিক্ষোভে মথুরায় বাতিল সানির শো…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল গণবিক্ষোভ এবং সাধু-সন্তদের বিরোধিতার মুখে শেষ পর্যন্ত মথুরায় বাতিল হল বলিউড অভিনেত্রী সানি লিওনের বর্ষবরণের অনুষ্ঠান। নববর্ষ উপলক্ষে মথুরার একটি বেসরকারি হোটেলে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় ধর্মীয় সংগঠন এবং সাধুদের হুমকির মুখে হোটেলের পক্ষ থেকে বুকিং বাতিল করা হয়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Popular Tv Actress Death: পর্দায় বিষপানের পরেই বাস্তবে মৃত্যু! জনপ্রিয় অভিনেত্রী নন্দিনীর রহস্যমৃত্যুতে তোলপাড় টেলিদুনিয়া…

ঘটনার সূত্রপাত হয় যখন ‘দীনেশ ফলাহারী মহারাজ’ জেলাশাসককে একটি চিঠি লিখে এই অনুষ্ঠান অবিলম্বে বন্ধ করার দাবি জানান। তাঁর অভিযোগ ছিল, মথুরা ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি এবং একটি পবিত্র তীর্থস্থান। এই ধরনের শহরে কোনো প্রকার ‘অশ্লীলতা’ বা ‘কুরুচিকর’ অনুষ্ঠান মেনে নেওয়া হবে না।

ফলাহারী মহারাজ স্পষ্ট ভাষায় জানান, “মথুরা একটি পবিত্র আধ্যাত্মিক শহর। আমরা এই শহরের গরিমা নষ্ট হতে দেব না। নববর্ষের নামে অশ্লীলতা ছড়িয়ে এই পুণ্যভূমির ভাবমূর্তি কলঙ্কিত করার চক্রান্ত চলছে।”

বিক্ষোভের আঁচ তীব্র হতেই অনুষ্ঠানের আয়োজক মিতুল পাঠক সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়ে অনুষ্ঠান বাতিলের ঘোষণা করেন। তিনি জানান, শহরে শান্তি বজায় রাখতে এবং কোনো প্রকার বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকদের এই ঘোষণার পরেই ধর্মীয় সংগঠনগুলোর বিক্ষোভ প্রশমিত হয়।

আরও পড়ুন- Raj Chakraborty: নরেন্দ্রনাথ দত্ত আর নরেন্দ্র মোদী যেমন এক নন, তেমনই ক্ষুদিরাম চাকী আর ক্ষুদিরাম বোস এক নন: রাজ চক্রবর্তী

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আইন-শৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি। স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে বর্ষবরণের উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *