দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে বঙ্গে। শনিবার ব্যারাকপুরের হাইভোল্টেজ সভা থেকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্নীতি ও ‘ভাইপো’ ইস্যুতে মমতার সরকারকে তীব্র আক্রমণ করার পাশাপাশি, পাল্টায় বিজেপিকে ‘ভারতের সবথেকে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর’ তকমা দিয়ে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- SIR in Bengal: মেহতাবের পর এবার ডাক রহিম নবিকে, SIR-এর হেয়ারিংয়ে এসে ক্ষুব্ধ ফুটবলার বললেন…
ব্যারাকপুরের জনসভা থেকে অমিত শাহ অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেবল তাঁর ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর চেষ্টা করছেন। তিনি দাবি করেন, মোদি সরকার বাংলার উন্নয়নের জন্য যে টাকা পাঠাচ্ছে, তা ‘তৃণমূল সিন্ডিকেট’ আত্মসাৎ করছে। শাহের হুঁশিয়ারি, “বিজেপি ক্ষমতায় এলে এক একজন দুর্নীতিগ্রস্তকে বেছে বেছে জেলে ঢোকানো হবে।” তাঁর মতে, বাংলায় পদ্ম ফোটানোই হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও নিহত বিজেপি কর্মীদের প্রতি আসল শ্রদ্ধাঞ্জলি।
শাহের আক্রমণের কয়েক ঘণ্টার মধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অমিত শাহকে ‘স্বাধীনতার পর ভারতের সবথেকে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী’ বলে কটাক্ষ করেন। অভিষেকের দাবি, বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও অসমের মুখ্যমন্ত্রীসহ বিজেপির নিজেদের অন্দরেই দুর্নীতির ভুরিভুরি উদাহরণ রয়েছে।
আরও পড়ুন- Humayun Kabir: মিমের পর আরও তিন নতুন বন্ধু! ক্রমশ শক্তি বাড়ছে হুমায়ুনের…
কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গে অভিষেক প্রশ্ন তোলেন, “কেন্দ্র ১০ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা বলছে, কিন্তু গত সাত বছরে বাংলা থেকে জিএসটি বাবদ ৬.৫ লক্ষ কোটি টাকা তুলে নেওয়ার হিসেব কই?” এছাড়াও মতুয়া ইস্যুতে বিজেপির ভূমিকার সমালোচনা করে তিনি জানান, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করে বাংলার মানুষকে কষ্ট দিচ্ছে বিজেপি। আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে রাজনীতির বিরোধিতা করে তিনি সাফ জানান, এই ঘটনায় দোষী কোনো প্রভাবশালী হলেও পুলিশ ব্যবস্থা নেবে।
২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফলের কথা মনে করিয়ে দিয়ে অভিষেক আত্মবিশ্বাসের সুরে বলেন, “বাংলায় তৃণমূলকে হারানো অসম্ভব।” সব মিলিয়ে, ভোট শুরুর আগেই বাংলা এখন শাহ-অভিষেক দ্বৈরথে সরগরম।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
