কবে থেকে রাজ্যে ‘শীত সুখ’?
রাজ্যে বহু শীতপ্রেমীর বাস। কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন তাঁরা? উঠছিল এই প্রশ্ন। এবার এই প্রশ্নের জবাব দিল আলিপুর। হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যে প্রবেশ করছে উত্তর পূর্ব হাওয়া। এর ফলে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমবে। আগামী পাঁচদিন পুরোপুরি শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। শনিবার হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। এদিকে উত্তুরে হাওয়ার দরুন রাজ্যে পারদ পতনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার থেকেই কলকাতার তাপমাত্রা কমতে শুরু করবে। রবিবার রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমবে।
কেমন থাকবে আজ কলকাতার আবহাওয়া?
গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৪১ শতাংশ। রবিবার রাত থেকেই জাঁকিয়ে শীত পড়বে শহর কলকাতায়, পূর্বাভাস দেওয়া হয়েছে এমনটাই।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গেও রয়েছে পারদ পতনের সম্ভাবনা। সমস্ত জেলাগুলিতেই কমবে তাপমাত্রার পারদ। ভোর-সকাল এবং রাতে শীত শীত অনুভূত হবে। যদিও দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়়তে পারে। কিন্তু, দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ না থাকায় উত্তুরে হাওয়া প্রবেশের ক্ষেত্রে কোনও বাধা নেই। ফলে পারদ পতনের ক্ষেত্রে কোনও বাধা নেই।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গে শনিবার দার্জিলিং, কালিম্পংয়ে সামান্য বৃষ্টিপাত হতে পারে। কিন্তু, সার্বিকভাবে সেখানেও রয়েছে পারদ পতনের সম্ভাবনা। তাপমাত্রা কমবে সমস্ত জেলাগুলিতেই।
কবে থেকে থিতু হবে শীত?
হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শহরে পারদ পতন হবে এবং থিতু হবে শীত। আবহাওয়াবিদদের একাংশের মতে, চলতি বছর অপেক্ষাকৃত বেশি ঠান্ডা পড়বে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আলিপুরের তরফে কোনও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হয়নি।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।