poulomi.nath | EiSamay.Com | Updated: 12 Nov 2022, 1:14 pm
আস্তে আস্তে শীত প্রবেশ করছে বঙ্গে। হালকা ঠান্ডায় জমিয়ে আড্ডা অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের (Sean Banerjee) সঙ্গে। শনের প্রিয় মাস নভেম্বর। এবার বড় পর্দায় দেখা যাবে শনকে। ছবিতে একেবারে এক নতুন জুটিকে দেখা যাবে। কলকাতারও হৃদয় আছে বলেই জানাচ্ছেন শন।