স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগেই বালি বোঝাই ওভারলোডেড লরির ধাক্কায় দুই তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়েছিল। এবার ফের আসানসোলে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল একজনের। সোমবার সকালে আসানসোল দক্ষিণ থানার (Asansol South Police Station) অন্তর্গত ডামরা বাইপাসে বালি বোঝাই লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা রাস্তায় চলাচল করা ও বালিঘাটে থাকা বহু বালি লরিতে ভাঙচুর চালায়। পাশাপাশি অবরোধও করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি গরিবন ধারির বাড়ি আসানসোলের ঘুসিক ধারি পাড়ায়। এদিন দুর্ঘটনার পর আসানসোল দক্ষিন থানার (Asansol South Police Station) পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে (Asansol District Hospital) পাঠায়।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন সকালে ওই ব্যক্তি একটি সাইকেল নিয়ে যাচ্ছিলেন, এমন সময় ডামরা বাইপাসে একটি ভারী বালি বোঝাই যান তাদের ধাক্কা মারে যার ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে এলাকার লোকেরা ক্ষোভে ফেটে পড়ে। তারা বালির লরিতে ভাঙচুর চালায়। অন্যদিকে, এই বিষয়টি নিয়ে BJP নেতা জিতেন্দ্র তিওয়ারি টুইট করে প্রতিবাদ জানিয়েছেন। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলার পর পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে। মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস ও ওভারলোডেড বালি চলাচল নিয়ন্ত্রণ করার আশ্বাস মিললে আন্দোলন থামে।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর রাতে হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর রোডে চিত্রা মোড়ের সামনে একটি বালি বোঝাই গাড়ির ধাক্কায় ২ যুবকের মৃত্যু হয়। মৃতদের নাম বিদেশ দেওঘরিয়া(২৮) ও বিট্টু সিং (২৭)। দুই যুবক এলাকায় তৃণমূল কর্মী বলে জানায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দুই তরতাজা প্রাণের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। বেপরোয়া ভাবে বালি বোঝাই গাড়ি যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।