বারাসত তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব এদিন দাবি করে, শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা প্রয়োজন, একের পর এক যে ভাষায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আক্রমণ করছে তার সুস্বাস্থ্য কামনা করেই তাঁকে পোস্টকার্ডে চিঠি লিখে তাঁর কাছে পাঠানো ব্যবস্থা করা হল। একই সঙ্গে তৃণমূলে নেতা মন্ত্রীরা যে ভাষায় কথা বলছে, সেই বিষয়ে বারাসত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কৌশিক কর্মকার বলেন, “সেই মন্তব্য তাঁদের ব্যক্তিগত মতামত, ইতিমধ্যেই তাঁরা ক্ষমা চেয়েছেন। তৃণমূল কংগ্রেস কারও ব্যক্তিগত মতামতকে বিশেষ গুরুত্ব দেয় না।”
শুভেন্দু অধিকারী যে কুরুচিকর মন্তব্য করছেন, তাই তাঁর সুস্থতা কামনা করে ডাকযোগে তাঁর কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর বেলাগাম মন্তব্যের বিরুদ্ধে আজ রাজ্য জুড়েই তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে সোশাল মিডিয়ার মাধ্যমে এই প্রতিবাদ জানানো হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিসেম্বরের মধ্যেই সরকার ফেলে দেওয়ার যে মন্তব্য করেছেন, সেই বিষয়ে কৌশিক বলেন, “এমন অনেক ডিসেম্বর আসবে। তৃণমূল কংগ্রেসকে কেউ ফেলতে পারবে না। কারণ এই সরকার মানুষ তৈরি করেছে এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সরকার।”
প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সোমবার থেকে দলের কর্মীরা গোলাপ সহ চিঠি পাঠাবেন বলে রবিবার সন্ধ্যায় ঘোষণা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার কুণাল সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘বিরোধী দলনেতা ‘অভিষেক ফোবিয়া’-য় ভুগছেন। তাঁর মানসিক সুস্থতা কামনা করে বাড়িতে গোলাপ পাঠাবেন দলের ছাত্র ও যুব কর্মীরা। সঙ্গে ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ছবি পাঠানো হবে।’’ দলের শীর্ষ নেতৃত্বের পূর্ব নির্ধারিত এই কর্মসূচি অনুযায়ী সোমবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিরোধী দলনেতা পত্র পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়।