poulomi.nath | EiSamay.Com | Updated: 15 Nov 2022, 8:08 pm
কুল-ক্যাজুয়াল লুকে আমাদের ক্য়ামেরায় ধরা দিলেন ভিকি কৌশল। গাড়িতে উঠতে যাচ্ছিলেন ভিকি ঠিক সেই সময়েই চিত্র সাংবাদিকদের দেখে গাড়িতে না উঠে হাসি মুখে এগিয়ে এলেন তিনি। তারপরেই আমাদের ক্যামেরায় ধরা দিলেন ভিকি। ভিকির মুখে এদিন লেগে ছিল হাসি।অন্যদিকে, সম্প্রতি ক্যাটরিনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। যেখানে নাকি ক্যাটের বেবি বাম্প দেখা গিয়েছে। তবে কি এবার সুখবর শোনাতে চলেছেন ভিক্য়াট জুটি, তাই নিয়েই জল্পনা এখন তুঙ্গে। ভিকি-ক্য়াটের বিয়ে নিয়েও যেমন চমক ছিল ঠিক তেমনই কি এবার আরও এক নতুন চমক দিতে চলেছেন ভিক্য়াট জুটি? সেই উত্তর সময়ই বলবে। এবার চলে আসা যাক সনু সুদের কথায়। মুম্বই ফিরলেন সনু সুদ। আরও একবার ব্ল্যাক ম্যাজিক অবতারে মুম্বই বিমান বন্দরে আমাদের ক্য়ামেরায় ধরা দিলেন তিনি। বিমানবন্দরে ভক্তদের আবদার রাখতে সবার সঙ্গে সেলফিও তুলতে দেখা গিয়েছে তাঁকে।
