Akhil Giri Comment : মেটেনি ক্ষোভ! অখিল গিরির মন্তব্য ইস্যুতে ফের ঘাটাল রাজ্য সড়ক অবরোধ – on akhil giri comment issue of paschim medinipur state road blockade again


West Bengal News মুখ্যমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পরেও প্রশমন হয়নি আদিবাসী সমাজের ক্ষোভ। “সাত দিনের মধ্যে কারা মন্ত্রীর বহিষ্কার চাই” – এমনই দাবি নিয়ে মঙ্গলবারও আদিবাসী সংগঠনের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে অবস্থান বিক্ষোভ আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানার। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয় রাজ্য সড়কে। পরে পুলিশি মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Akhil Giri Droupadi Murmu: অখিল গিরির মন্তব্যের জের, বাঁকুড়া থেকে ঝাড়গ্রামে পথ অবরোধে আদিবাসী সংগঠন
স্থানীয় সূত্রে খবর, অখিল গিরির মন্তব্যের (Akhil Giri Statement on President) প্রতিবাদে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা রাজ্য সড়ক অবরোধ করে। বিক্ষোভ দেখায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাই হালদার দিঘি এলাকায়। অবস্থান বিক্ষোভে সামিল হয় আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা। তাঁদের দাবি, রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে নিয়ে যে কুরুচি মন্তব্য করেছেন। অবিলম্বে তাঁর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) কাজে ক্ষমা চাইতে হবে। তা না হলে তাঁদের এই অবরোধ বিক্ষোভ লাগাতার বিভিন্ন জায়গায় চলবে বলেও দাবি। এদিনের এই অবরোধের জেরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।

Akhil Giri : চুঁচুড়া থানাতেও অখিল গিরির নামে FIR দায়ের BJP-র, প্রতিবাদ জেলার একাধিক জায়গায়
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) নিয়ে কারামন্ত্রী অখিল গিরির করা মন্তব্যকে নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। রবিবার থেকেই জেলায় জেলায় বিক্ষোভ দেখাতে শুরু করে একাধিক আদিবাসী সংগঠন। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেও ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে শুরু হয় অবরোধ কর্মসূচি। সকাল আটটা থেকে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর রাইপুর ট্রাফিক মোড়ে শুরু হয় অবরোধ। লালগড়ের লালগড় বাজারে অবরোধ করা হয় পারগনা মহলের পক্ষ থেকে। ঝাড়গ্রাম, মেদিনীপুর রাস্তা ধেরুয়ার কাছে অবরোধ করা হয়। এছাড়াও গোপীবল্লভপুর যাওয়ার নয় নম্বর রাজ্য সড়ক তপসিয়ার কাছেও অবরোধ করে পারগানা মহল।

Akhil Giri Comment : অখিল গিরির মন্তব্যের জেরে ক্ষুব্ধ আদিবাসী সমাজ, বাঁকুড়ায় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ
প্রসঙ্গত, গত শুক্রবার নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের এক প্রতিবাদ সভা থেকে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে শোনা যায়। এই ঘটনায় প্রতিবাদ দেখায় রাজ্যের বিরোধী দল থেকে শুরু একাধিক আদিবাসী সংগঠন। BJP-র তরফে রাজ্যের একাধিক থানায় অখিল গিরির বিরুদ্ধে FIR দায়ের করা হয়। বিষয়টি নিয়ে গতকাল ক্ষমা প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় সাফ জানান, “অখিলের মন্তব্য করা ঠিক হয়নি। অখিলকে দলের তরফে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই কাজ করলে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *