Murshidabad Accident : তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় মৃত্যু শিশুর, তুমুল উত্তেজনা নওদায় – boy dies after hit by a car of tmc mp abu taher khan in murshidabad


Abu Taher Khan : তৃণমূল সাংসদের (TMC MP) গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। দুর্ঘটনাটি (Murshidabad Accident) ঘটেছে আমতলা বহরমপুর রাজ্য সড়কের উপর নওদা থানার পিপড়েখালি এলাকায়।

 

murshidabad

হাইলাইটস

  • তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর
  • জখম অবস্থায় ওই শিশুকে হাসপাতালে নিয়ে যান সাংসদ
  • মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করে ওই শিশু
West Bengal News : তৃণমূল সাংসদের (TMC MP) গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। বুধবার দুপুরে দুর্ঘটনাটি (Murshidabad Accident) ঘটেছে আমতলা বহরমপুর রাজ্য সড়কের উপর নওদা থানার পিপড়েখালি এলাকায়। গুরুতর জখম অবস্থায় তৃণমূল সাংসদ ওই শিশুকে নিজের গাড়িতে করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College and Hospital) নিয়ে গিয়ে ভর্তি করেন। কিন্তু, শেষরক্ষা হয়নি। এদিন সন্ধে নাগাদ সেই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করে ওই শিশু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম হাসিম সরকার। তার বাড়ি নওদা থানার গঙ্গাধারীতে। আবু তাহের খান (Abu Taher Khan) বলেন, “ছুটে রাস্তা পারাপার করার সময় চলন্ত গাড়িতে ধাক্কা লেগে পড়ে যায় ওই শিশু। গুরুতর চোট লাগে তার মাথায়। চিকিৎসার কোনও ত্রুটি ছিল না। তাও তাকে বাঁচানো সম্ভব হয়নি।” এই ঘটনায় সাংসদের গাড়ির চালককে আটক করেছে পুলিশ।Kolaghat Road Accident : কোলাঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, উলটে গেল পর পর ৩টি গাড়ি
রাস্তায় খেলার সময় দুর্ঘটনা
পরিবার সূত্রে জানা গিয়েছে, হাসিমের মা এসএইজ গ্রুপের মহিলা। এদিন তিনি ব্যাঙ্কে টাকা জমা দিতে এসেছিলেন। মায়ের সঙ্গে এদিন দুপুরে ব্যাঙ্কে এসেছিল হাসিমও। তার মা ব্যাঙ্কের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় রাস্তায় নেমে খেলছিল হাসিম। ঠিক সেই সময় বহরমপুরের দিকে আসছিল সাংসদের গাড়ি। তখন রাস্তা পার হতে গিয়েই গাড়িতে ধাক্কা খেয়ে পিচের রাস্তার উপর ছিটকে পরে যায় হাসিম। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজের গাড়িতে করেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন আবু তাহের খান। কিন্তু, শেষরক্ষা আর হয়নি। চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হয় ওই শিশুর। এদিকে এই ঘটনার পরই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। Sutapa Chowdhury : আফতাবের মতোই ‘সাইকো’ ছিল সুতপা ‘প্রেমিক’ সুশান্ত? শ্রদ্ধা হত্যাকাণ্ড ফের একবার নাড়িয়ে দিল বহরমপুরকে
পরিবারকে সাহায্যের আশ্বাস সাংসদের
এই দুর্ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, “ওর মা ছিল না সঙ্গে। এদিকে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। রাস্তার মধ্যে ছোটাছুটি করছিল, এপার-ওপার করতে গিয়ে এ ঘটনা ঘটে গিয়েছে। ওর মা ব্যাঙ্কের কোনও একটা কাজে এসেছিলেন। বাচ্চাটাও সঙ্গে ছিল। কিন্তু, কোনওভাবে রাস্তায় এসে যায় শিশুটি। দুর্ঘটনার পরেই এলাকায় ৫০ থেকে ৬০ জন চলে আসেন। কিন্তু, তখনও তার মায়ের দেখা পাওয়া যায়নি। অনেক পরে তিনি আসেন। আমি ঘটনার পরই তৎক্ষণাৎ বাচ্চাটিকে কোলে করে তুলে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার নার্সরাও তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *