সপ্তাহান্তে সমস্যা না হলেও সোমবার থেকে সাঁতরাগাছি ব্রিজের যানচলাচলের জন্য সমস্যা হতে পারে এই আশঙ্কা করা হচ্ছিল। সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তি পোহাতে হল নিত্যযাত্রীদের।
হাইলাইটস
- সাঁতরাগাছি ব্রিজের মেরামতির কাজ শুরু হয়েছে শনিবার সকাল থেকেই।
- সাঁতরাগাছি ব্রিজে যানচলাচল নিয়ন্ত্রণ করলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হতে পারে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না।
- সোমবার সকালে প্রথম কাজের দিনে শনি-রবি অপেক্ষা গাড়ির চাপ বেশি ছিল।
- এর ফলে দীর্ঘ যানজট দেখা যায়।
এদিকে হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, “কলকাতামুখী লেনে সকালের দিকে চাপ বেশি থাকায় সেদিকে তুলনামূলক বেশি গাড়ি ছাড়া হচ্ছে। সন্ধ্যেবেলায় কলকাতা থেকে ফেরার সময় উলুবেড়িয়াগামী লেনে বেশি গাড়ি ছাড়া হবে।” যানচলাচল স্বাভাবিক রাখতে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, সাঁতরাগাছি ব্রিজের উপর দিয়ে প্রতিদিন প্রায় ৭০ হাজার গাড়ি চলাচল করে। হাওড়া সিটি পুলিশের তরফে দেওয়া নির্দেশিকা অনুযায়ী, রাত দশটার পর কলকাতামুখী মালবাহী গাড়ি দ্বিতীয় সেতুর টোল প্লাজা হয়ে আন্দুল রোডের উপর দিয়ে যাতায়াত করতে পারবে। এছাড়াও মালবাহী গাড়িগুলি নিবেদিতা সেতু হয়ে কলকাতায় প্রবেশ করতে পারবে। সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী ২১টি এক্সটেনশন জয়েন্ট সংস্কার করা প্রয়োজন। অবিলম্বে তা করা না হলে বড়সড় বিপত্তি ঘটতে পারে বলে আশঙ্কা। ২০১৬ সালে অন্য লেনের এক্সটেনশন জয়েন্ট সংস্কার হয়েছিল। কিন্তু, কলকাতামুখী লেনে এর আগে কাজ হয়নি। ফলে যাতে কোনও বড় দুর্ঘটনা না ঘটে সেজন্য তড়িঘড়ি সেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রাতে সাঁতরাগাছি সেতু দিয়ে রাত ১১টার পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত যাবতীয় যানচলাচল বন্ধ থাকবে।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ