Mamata Banerjee : ‘ফেভারিট’ ছিল ঘুগনি, খবর রাখতেন ভালোমন্দের! প্রিয় ‘রিনাদি’-র স্মৃতিচারণা মমতার – mamata banerjee recalls west bengal assembly staff who used to make tea for chief minister died by brain stroke


বিধানসভার (West Bengal Assembly) এক চতুর্থ শ্রেণির কর্মীকে শ্রদ্ধার্ঘ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার বিধানসভা ভবনে স্মারক এবং মিউজিয়ামের উদ্বোধন করেন তিনি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় রিনাদির কথা স্মরণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিধানসভায় কাজ করতে করতে যদি কেউ মারা যায়, কেন তাঁদের কথা ভাবব না। আমার খুব মনে পড়ে রিনাদির কথা। আমার ঘরে চা দিত। তাঁকে আমি আলাদা ঘরও করে দিয়েছিলাম। হঠাৎ জানতে পারি রিনাদি ব্রেন স্ট্রোকে মারা গিয়েছেন। আমি খুব কষ্ট পেয়েছি।” এরপরই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banerjee) কাছে তাঁর আবেদন, “এতগুলি ঘর তৈরি হয়েছে এখানে। কোনও একটা ঘরে যেন তাঁর একটা ছবি রাখা হয়।”

Mamata Banerjee Suvendu Adhikari : ‘বিরোধীরা এলে আরও খুশি হতাম…’, বিধানসভার মিউজিয়াম উদ্বোধনে আক্ষেপ মুখ্যমন্ত্রীর
রিনাদির হাতের ঘুগনি ছিল মুখ্যমন্ত্রীর ফেভারিট

বিধানসভা (West Bengal Assembly) কক্ষে চা চক্রের আয়োজনের কথা বলতে গিয়েই রিনাদির কথা মনে পড়ে মুখ্যমন্ত্রীর। বিধানসভা সূত্রে খবর, গত রিনা সামুই একজন ক্লাস ফোর স্টাফ ছিলেন। তিনি রাইটার্স বিল্ডিংয়ে কাজ করতেন। পরিষদীয় দফতরে কর্মরত ছিলেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁকে পছন্দ হওয়ায় রিনা সামুইকে বিধানসভায় নিয়ে আসেন। প্রিয় রিনাদির হাতে তৈরি ঘুগনি খেতে পছন্দ করতেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এলেই তাঁর সঙ্গে ঘুগনি রেঁধে আনতেন তিনি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় মতো চা করে এনে দিতেন তিনি। রিনাদির হাতের বিশেষ চাও খুব পছন্দ ছিল মুখ্যমন্ত্রীর। চা ছাড়াও মুখ্যমন্ত্রীর পছন্দের সমস্ত খাবারের তালিকাও নখদর্পণে ছিল বিধানসভার এই কর্মীর।

Mamata Banerjee Suvendu Adhikari : সংঘাতে মধ্যে সৌজন্য, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে বিধানসভায় মমতার ঘরে শুভেন্দু
রিনা সামুইয়ের ছেলে ৯৮ শতাংশ নম্বর পেয়ে মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছে। এ কথাও এদিন গর্বের সঙ্গে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভার অনুষ্ঠানে বারবার সেই প্রিয় রিনাদির কথাই ঘুরে ফিরে আসে মুখ্যমন্ত্রীর মুখে।

Biman Bose Mamata Banerjee : ‘পিছনে কেন?’ ‘বিমানদা’-র হাত ধরে সামনে বসালেন মমতা
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী (West Bengal Chief Minister) বক্তব্য রাখার মাঝেই জানান, বিধানসভার (West Bengal Assembly Museum) এই অডিটোরিয়াম সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেলে সেখানে নানা অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৫২টি দেশের প্রতিনিধিরা আসবেন কলকাতায়। তাঁদের নিয়ে একটি চা চক্রের আয়োজন করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে এই চা চক্রের আয়োজনের আর্জি জানান।

তথ্য সৌজন্যে- তাপস প্রামাণিক



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *