Rabindranath Ghosh: অন্য ভূমিকায় রবীন্দ্রনাথ, বড় পর্দায় অভিনয়ে হাতে খড়ি দুঁদে নেতার – rabindranath ghosh tmc leader now acting in a movie as a poor father


মঞ্চ থেকে মিটিং মিছিল। উত্তরবঙ্গের হেভিওয়েট তৃণমূল নেতাকে এতদিন রাজনৈতিক ময়দানে দাপটের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। কড়া হাতে সামলাচ্ছেন প্রশাসনিক দফতরও। এবার কোচবিহার (Cooch Behar) পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের দেখা মিলবে সম্পূর্ণ অন্য ভূমিকায়। রাজনৈতিক মঞ্চে দাপট বজায় রেখে এবার নয়া ভূমিকায় উত্তরবঙ্গের (North Bengal News) তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। বড় পর্দায় মুখ্য চরিত্রে দেখা যাবে জেলা তৃণমূলের প্রবীণ নেতাকে।

Lottery Sambad: তৃণমূল নেতার নামে লটারি ঘোটালার অভিযোগ, চাঞ্চল্য বুদবুদে

জানা গিয়েছে, “শূন্য হৃদয়” নামক একটি সিনেমায় কোচবিহার পৌরসভার (Cooch behar Municipal Corporation) চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে অভিনয় করতে দেখা যাবে। সিনেমায় এক দরিদ্র পিতার চরিত্রে অভিনয় করছেন এই প্রবীণ নেতা। শুক্রবারই ছিল সেই সিনেমার শ্যুটিংয়ের প্রথম দিন। প্রথম দিনেই হেভিওয়েট নেতা (TMC Leader Rabindranath Ghosh) বুঝিয়ে দিয়েছেন রাজনীতির মতো অভিনয়ের ক্ষেত্রেও তিনি যথেষ্টই দক্ষ।

Nishith Pramanik : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ‘কোচবিহারের লজ্জা’ পোস্টার, তুঙ্গে রাজনৈতিক তরজা

শুক্রবারই ছিল এই সিনেমার মহরত। কোচবিহার শহরের (West Bengal News) রেল ঘুমটি এলাকার একটি বাড়িতে শুরু হয় শ্যুটিং (Cinema Shooting)। প্রথম দিনেই জমিয়ে অভিনয় করলেন রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর ছেলের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা যুবরাজ খান (Bangladesh Actor)।

Anubrata Mondal: শনিবারের বিশেষ পুজোয় বসবেন ‘দাদা’, দৌড়ে ফুল-লাড্ডু দিয়ে গেলেন অনুব্রতর অনুগামী

রেলঘুমটি এলাকায় ছায়াছবির শুটিং দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। এদিন ডিরেক্টর লাইট-ক্যামেরা-অ্যাকশন বলতেই জেলা তৃণমূলের এই দাপুটে নেতা রবীন্দ্রনাথ ঘোষকে (Rabindranath Ghosh) তাঁর ডায়লগ বলতে শোনা গেল। তবে প্রথম দিনের শুটিং শেষে রবীন্দ্রনাথ বাবু বলেন, ”সিনেমার ডায়লগ বলার চাইতে মঞ্চে জনসাধারণের সামনে বক্তব্য রাখা অনেক সোজা। তবে অভিনয় করে খুব ভাল লেগেছে, এটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা। ভবিষ্যতেও যদি সুযোগ পাই তাহলেও অভিনয় করতে পারি।” ছবির কাজ সম্পূর্ণ হলে বড়পর্দায় রবীন্দ্রনাথ ঘোষকে (Rabindranath Ghosh) কেমন লাগে তার শেষ কথা তো বলবেন দর্শকেরা।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *