Aishwarya Rai Bachchan: কন্যাকে নিয়ে উপহারের ডালি সাজিয়ে কোথায় চললেন ঐশ্বর্য – aishwarya rai bachchan reched with aaradhya at ritesh deshmukh son s birthday party


poulomi.nath | EiSamay.Com | Updated: 27 Nov 2022, 6:42 pm

Embed

কন্যা আরাধ্যার সঙ্গে হামেশাই দেখা যায় প্রক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইকে (Aishwarya Rai Bachchan)। আরও একবার আমাদের ক্যামেরায় ধরা দিলেন মা ও মেয়ে। ২৬ নভেম্বর ছিল রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজার পুত্র রিয়ানের বার্থডে পার্টি। আর সেখানেই উপস্থিত বহু তারকারাই। কচিকাচাদের সঙ্গে নিয়ে বার্থডে পার্টিতে উপস্থিত ছিলেন বহু তারকা। শনিবার সেখানেই গিয়েছিলেন ঐশ্বর্য রাই এবং তাঁর সঙ্গে আরাধ্যাও। উপহারের ডালি সাজিয়ে পৌঁছিয়ে গিয়েছিলেন সেখানে। চলুন এক নজরে দেখেনি সেই ভিডিও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *