FIFA World Cup 2022: রোনাল্ডো-মেসি-নেইমারদের অনলাইন বেটিং, কলকাতায় ধৃত ৫ – fifa world cup 2022 online betting gang busted in kolkata arrested 5 people


Qatar World Cup 2022 কয়েক হাজার কিলোমিটার দূরে মাঠ মাতাচ্ছে রোনাল্ডো (CR7) , মেসি (Lionel Messi), নেইমার (Neymar), এমবাপেরা। ফুটবল জ্বরে আক্রান্ত কলকাতা সহ গোটা বাংলা। ফুটবল প্রেমের ফায়দা তুলেই রমরমিয়ে চলছে বেটিং। অনলাইন জুয়ায় ব্রাজিল (Brazil) থেকে জার্মানির (Germany) হার-জিতে ওঠানামা করছে দর। ম্যাচ চলাকালীন শহরের বুকে অনলাইন জুয়ার (Online Betting) আসর থেকে পাঁচ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

FIFA World Cup 2022: বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন করে শ্রীঘরে, সাম্বা ফিভারে আক্রান্ত বাঁকুড়ার চৌধুরী বাড়ি

বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচ ঘিরেই উত্তেজনা তুঙ্গে। চার বছরের অপেক্ষা শেষে ফুটবল ম্যাচের মহারণে মজেছে শহর থেকে রাজ্যবাসী। ক্রীড়াপ্রেমের এই বাহানায় শিকড় ছড়াচ্ছে অনলাইন জুয়া। আর্জেন্তিনার জয় থেকে নেইমারের চোট, গোলের বন্যা থেকে জার্মানির শেষ ষোলের সুযোগ পাওয়া সবেতেই লাগছে ‘বোলি’। সোমবার হাইভোল্টেজ ব্রাজিল থেকে পর্তুগালের ম্যাচের চলাকালীন অনলাইন জুয়ার (World Cup Online Betting) খবর পেয়ে অভিযানে নামে কলকাতা পুলিশ (Kolkata Police)।

FIFA World Cup 2022 : গায়ে ব্রাজিলের পতাকা! Football World Cup দেখতে কাতার রওনা ‘কালারফুল বয়’ মদনের

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মধ্য কলকাতার পার্ক স্ট্রিটের (Park Street) ইলিয়ট রোডের (Eliot Road) বেসরকারি প্রাইভেট একটি হোটেলে হানা দেয়। অভিযানে দেখা যায় ওই হোটেলের ঘরে চলছে অনলাইন জুয়া। সেখানে উপস্থিত ছিলেন সাতজন। অনলাইনে জুয়া খেলছিলেন ও পরিচালনা করছিলেন তারা। পুলিশি অভিযানের সময় ঘানা-দক্ষিণ কোরিয়া (Ghana and South Korea) ম্যাচে বেটিং করছিলেন তারা বলে জানা দিয়েছে। ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ছয়টি মোবাইল এবং একটি টিভি। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। তাদের জেরা করেই পরে অন্য জায়গা থেকে গ্রেফতার করা হয় আরও একজনকে। পার্ক স্ট্রিট থানায় (Park Street Police Station) দায়ের হয়েছে মামলা। এই চক্রে আর কারা কারা যুক্ত খতিয়ে দেখছে পুলিশ। ধৃত পাঁচ জনকেই এদিন আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

Calcutta Medical College: কাশলেই বাজছে বাঁশি! আর্জেন্তিনা সমর্থক খুদের অস্ত্রোপচারে অসাধ্য সাধন মেডিক্যালের

উল্লেখ্য, দিন দুয়েক আগেই কলকাতার এজেসি বোস রোডের (AJC Bose Road) পানশালা থেকে গ্রেফতার করা হয় ২ ব্যক্তিকে। কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, বিশ্বকাপ ম্যাচ চলাকালীন বেটিং করছিলেন তারা। ধৃত দুই জনই হাওড়ার বাসিন্দা। তাদের বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হয়।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *