Qatar World Cup 2022 : বিয়ের তত্ত্বে যাবে ‘মেসি মিষ্টি’, অভিনব উদ্যোগ দুর্গাপুরে – football player messi sweets made in a sweet shop at durgapur


West Bengal News ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। তেকাঠির জালে মেসির বল জড়ানো দেখে শিহরিত হয়ে উঠছেন ফুটবল প্রেমীরা। সুদূর কাতার থেকে উন্মাদনার ঢেউ এসে আছড়ে পড়েছে দুর্গাপুরেও (Durgapur)। এক মিষ্টান্ন ব্যবসায়ী মিষ্টি দিয়ে তৈরি করেছেন এলএম ১০। ‘মিষ্টি মেসি’ আকর্ষণ বাড়িয়েছে ক্রেতাদের মধেও।

Duare Sarkar Camp: দুয়ারে সরকার শিবিরে বাম-বিজেপি কর্মীরা, কারণ জানলে চমকে যাবেন
একদিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন ফুটবল বিশ্বকাপ ঘিরে উৎসবের আমেজ চলছে, সেই মুহূর্তে আবার বিয়ের মরসুম ঘিরেও বাড়তি উদ্মাদনা। তারই মধ্যে নজর করছে এই মিষ্টির সম্ভার। আর্জেন্টিনা সমর্থকরা ‘মিষ্টির মেসি‘ (Messi made by Sweets) কিনছেন। আবার অনেকে বিয়ের তত্ত্ব হিসাবে অভিনব এই মিষ্টি নিচ্ছেন। এখানেই শেষ নয়, পাতি লেবু, কাঁচা লঙ্কা, ভাত, ডাল, সবজি, বেগুন, কুন্দরি ও পটল ভাজা, ডিমের ডালনা, গলদা চিংড়ির মালাইকারি, কাতলা মাছের কালিয়া, চিকেন কারি সঙ্গে পানের আমিষ থালি। গোটা থালি তৈরি মিষ্টি দিয়ে। বিয়ের তত্ত্বেও এবার সঙ্গী ‘মেসি’, ‘রাধা কৃষ্ণ’, ভাত, ডাল, কয়েক রকম ভাজা সহ মাছের ডিম, সবই আবার মিষ্টির। অভিনব চমক দুর্গাপুরের (Durgapur) মামড়া বাজারের একটি মিষ্টির দোকানের।

FIFA World Cup Qatar 2022: রোনাল্ডো-মেসি-নেইমারদের নিয়ে অনলাইন বেটিং, কলকাতায় ধৃত ৫
মঙ্গলবার এই অভিনব মিষ্টির প্রদর্শনী হল ওই মিষ্টির দোকানের সামনে। একদিকে চলতি বিয়ের মরশুমে মিষ্টির চাহিদা তুঙ্গে। আর অন্যদিকে বিশ্বকাপ (FIFA World Cup 2022) জ্বরে ভুগছে গোটা দুনিয়া। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাতারের মহারণ ঘিরে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। তাই একটু ভিন্ন কায়দায় তৈরি মিষ্টির ‘মেসি’ নজর কাড়ছে শিল্পাঞ্চলের বাসিন্দাদের। আর্জেন্টিনা সমর্থকরা ‘মিষ্টির মেসি’ কিনছেন। যেন বিশ্বকাপের মাঝে মেসিকেই বাড়ি নিয়ে ফিরছেন তাঁরা! আবার অনেকে বিয়ের তত্ত্ব হিসাবে অভিনব এই মিষ্টির আমিষ থালা বুক করছেন।

Durgapur Steel Plant : দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ভয়াবহ দুর্ঘটনা! মৃত ১, জখম একাধিক শ্রমিক
তবে অভিনব এই মিষ্টির দাম নেহাত কম নয়। মিষ্টি বিক্রেতা জানাচ্ছেন, হাজার টাকায় বিক্রি হচ্ছে মেসি মিষ্টি, দুই হাজার টাকায় রাধা কৃষ্ণ আর মিষ্টির ভাত, ডাল, মাছ সহ কয়েক রকমের ভাজার দিস দুই হাজার টাকা। ক্রেতাদের দাবি মেনে এই সব মিষ্টির সামগ্রী করা হয়। বিয়ের মরসুমে বাজারে তাক লাগানো তত্ত্ব দেখে কিনতে ভিড়ও জমাচ্ছে বহু মানুষ। মিষ্টির দোকানে আসা এক ক্রেতা বলেন, “আসলে বিয়ের তত্ত্বে অভিনব মিষ্টি দেওয়ার চল তো রয়েছে অনেকদিন ধরেই। এখানে এরকম থালি মিষ্টি দেখে বেশ ভালোই লাগল। একটা ভালোরকম চমক থাকবে তত্ত্বে। তাছাড়া এখন যেহেতু ফুটবল বিশ্বকাপ চলছে, তাই ফুটবল তারকাদের নিয়ে মিষ্টি তৈরি হলেও সেটা বেশ আকর্ষণীয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *