সাপ (Snake) খেলা দেখাতে এসে সাপ ছেড়ে পালাল দুই সাপুড়ে। ছয়টি সাপ রেখে পালিয়ে যায় তারা। তার মধ্যে অনেক সাপ বিষধরও ছিল বলে জানা গিয়েছে। ঝুলিতে ছিল গোখরো, চন্দ্রবোড়া সহ আরও অনেক কিছুই। কোচবিহার (Cooch Behar District) জেলার জামালদা গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) ২০২ খাসবস দ্বারিকামারি পাখিহাগা এলাকায় ঘটনাটি ঘটেছে।
হাইলাইটস
- সাপ খেলা দেখাতে এসে সাপ রেখেই চম্পট দিল 2 সাপুড়ে
- 2টো সাপ নয়, একেবারে 6টি সাপ রেখেই পালিয়ে যায় ওই সাপুড়েরা
- সাপুড়েদের ঝুলি থেকে উদ্ধার করা হয়েছে বিলুপ্তপ্রায় সাপও
ঠিক কী হয়েছিল?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ সাপ খেলা দেখাতে দুই সাপুড়ে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে আসে। সেখানে বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়ার নামে ওই ব্যক্তিকে তাবিজ, কবজ নেওয়ার কথা বলে সাপুড়েরা। বিনিময়ে টাকাও দাবিও করে। এতে সেখানে উপস্থিত পঙ্কজকুমার রায়, সচিন রায়দের সন্দেহ হয়। এরপর তাঁরা খবর দেন জামালদার সর্পপ্রেমী সন্দীপ রায় কার্জি ও শুভজিৎ বর্মনকে। ফোন পেয়ে তড়িঘড়ি তাঁরা ঘটনাস্থলে পৌঁছন। সর্পপ্রেমীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেন গোখরো, চন্দ্রবোড়া সহ ছয়টি বিষধর সাপ।
সাপ ছেড়ে পালাল সাপুড়েরা
ঘটনাস্থলে গিয়ে সন্দীপ ও শুভজিৎবাবু সাপুড়েদের জানান, ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে সাপ ধরা বর্তমানে দণ্ডনীয় অপরাধ। সাপের খেলা দেখানোও বেআইনি। তাঁরা সাপুড়েদের প্রশ্ন করতে শুরু করেন। আর প্রশ্ন করতেই ঘাবড়ে যায় সাপুড়েরা। অবস্থা বেগতিক দেখে সেখানে ছয়টি সাপ রেখেই পালিয়ে যায় সাপুড়েরা। পরে সাপগুলি উদ্ধার করে বন বিভাগের সহায়তায় জামালদা বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়। সর্প প্রেমীরা জানান, সাপগুলিকে ঠিক করে খেতেও দেওয়া হয় না। তাদের শারীরিক অবস্থাও ভালো নয়। এ প্রসঙ্গে বিট অফিসার সঞ্জীবকুমার বর্মন জানান, গ্রামবাসীদের প্রচেষ্টা ও তাঁদের সচেতনতার কারণেই এদিন কিছু সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিছু সাপ বিলুপ্তপ্রায়। পাশাপাশি সর্প প্রেমীদেরও ধন্যবাদ জানান তিনি।
কয়েকদিন আগে কোচবিহারে সাপে কামড়ানো রোগীকে চিকিৎসা করাতে তার সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল সাপ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে (Tufanganj Hospital)। অসমের হালাকুরার বাসিন্দা এক মহিলাকে কামড়ায় সাপ। এরপরে তার বাড়ির লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। সাপ দেখে প্রথমে হকচকিয়ে যায় হাসপাতালের কর্মীরা (Hospital Worker)। এরপরে এক সর্বপ্রেমীকে খবর দেওয়া হলে তিনি এসে সাপটিকে অন্যত্র ছেড়ে দিয়েছিলেন।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ