বদলে গেছে টেলিকাস্টের সময়। বদলে গেছে পুরনো সেই সেট। উর্মি আর সাত্যকির পথ চলার শেষের বেলও পড়েই গেছে। মনের মধ্যে এক রাশ নস্টালজিয়া। এদিকে প্রিয় সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে শুনে মন খারাপ দর্শকদের। তবুও তারই মধ্যে শোনা যাচ্ছে যাওয়ার আগে থাকছে এক নতুন চমক। উর্মি আর সাত্যকির কোল আলো করে আসবে তাদের সন্তান। এই গুঞ্জন ঠিক কতটা সত্যি? এই সময় ডিজিটালের কাছে মুখ খুললেন অণ্বেষা ও ঋত্বিক।