পঞ্চায়েতের আগে লক্ষ্য মতুয়া ভোট! ডিসেম্বরে রানাঘাটে অভিষেক


শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও বিশ্বজিত্ মিত্র: মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর খাস তালুকে সভা করার পর এবার রানাঘাটে বিজেপির গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আাগামী ১৭ ডিসেম্বর রানাঘাটে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজনৈতিক মহলের ধারনা, রানাঘাটে সভা করার পেছেন বেশ কয়েকটি লক্ষ্য রয়েছে অভিষেকের। তার মধ্যে একটা অবশ্যই পঞ্চায়েত ভোট।

আরও পড়ুন-হিজাব ছাড়াই প্রতিযোগিতায় ইরানের এলনাজ রেকাবি, গুঁড়িয়ে দেওয়া হল বাড়ি

গত লোকসভা নির্বাচনে রানাঘাট হাতছাড়া হয়েছে তৃণমূলের। পাশাপাশি বিধানসভাতেও রানাঘাটে বিজেপির শক্ত ঘাঁটি রানাঘাটে দাঁত ফোটাতে পারেনি। তৃণমূল সূত্রে খবর, রানাঘাটে দল কিছু না করতে না পারার অনেকগুলো কারণের মধ্যে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও মতুয়া ভোটব্যাঙ্ক বিজেপি দিকে ঢলে যাওয়া। ফলে মনে করা হচ্ছে ১৭ ডিসেম্বরের সভা থেকে দলের গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে কড়া বার্তা দিতে পারেন অভিষেক। তবে দলের ভেতরকার কোন্দল মিটলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা নয়। রানাঘাটে তৃণমূলের কাছে বড় মাথাব্যথা মতুয়া ভোট।

গত লোকসভা নির্বাচনে মতুয়াদের মন জয় করার জন্য় আপ্রাণ চেষ্টা করেছিল বিজেপি। ঘোষণা করা হয়েছিল সিএএ পাস করিয়ে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। মতুয়াদের মন পেতে বাংলাদেশ সফরে গিয়ে মতুয়া ধর্মগুরুর পৈত্রিক ধামেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার পরেও সমস্যার কোনও হাল হয়নি। সিএএ পাস হওয়ার পরও এতদিনেও এনিয়ে কোনও নির্দেশিকা জারি করতে পারেনি কেন্দ্র। ফলে মতুয়াদের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরি হচ্ছে। তাকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে, রানাঘাটে প্রচুর মানুষ তাঁত শিল্পী। তাদের দিকেও নজর থাকবে তৃণমূলের। এর পাশাপাশি নদিয়ার তাঁত শিল্পীদের গুরুত্ব দিতে ১৬ ডিসেম্বর শান্তিপুরে প্রথম শ্রমিক সম্মেলন করছে তৃণমূল কংগ্রেস। ওই সভায় থাকবেন স্বপন দেবনাথ, ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়, মলয় ঘটকের মতো নেতা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *