সোমবারের পর মঙ্গলবারও শহরে আগুন লাগার ঘটনা সামনে এল। আগুনে পুড়ে ছাই একের পর এক দোকান। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে নিউটাউন গৌরাঙ্গ নগর বাজার এলাকার ১৮টির বেশি দোকান। হতাহতের কোনও খবর নেই।
হাইলাইটস
- মঙ্গলবার সাত সকালে ভয়াবহ আগুন নিউটাউনের গৌরাঙ্গ নগর বাজারে
- ভোর 4টে নাগাদ ওই এলাকার একটি দোকানে আগুন লাগে
- আগুনের জেরে 18টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোর চারটে নাগাদ প্রথমে একটি দোকানে আগুন দেখা যায়। পরবর্তী সময়ে সেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকানে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বড় আকার নিয়েছিল আগুন। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় চারটি ইঞ্জিন। তবে ততক্ষণ বাগজোলা খাল পাড়ে পরপর ১৮টির বেশি দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায়। দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি। এই আগুনের হাত থেকে রেহাই পায়নি শাসকদলের দফতরও।
দু’দিন পরপর শহরে আগুন লাগার ঘটনা ঘটল। সোমবার গড়িয়া স্টেশনের (Garia Station) কাছে তেঁতুলবেড়িয়া অঞ্চলে একটি বাড়িতে আচমকাই আগুন লেগে গিয়েছিল। দাউ দাউ করে জ্বলে যায় বাড়িটির দোতলা। বসতবাড়ি হলেও সেখানে কোনও বাসিন্দা থাকতেন না বলে জানা গিয়েছিল। ফলে বড়সড় বিপদ এড়ানো যায়। যদিও আতঙ্ক দেখা দিয়েছিল আশপাশের বাড়িগুলির বাসিন্দাদের মধ্যে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে ডোমজুড়ের (Howrah Domjur) নিব্রার কাছে একটি গ্যারেজে রবিবার গভীর রাতে ভয়াবহ আগুন লেগেছিল। ঘটনায় পরপর বেশি কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। গ্যারেজটিতে লরি, ম্যাটাডোর, ছোটা হাতি এবং বেশ কয়েকটি বাইক ছিল। সবকটিই প্রায় ভস্মিভূত হয়ে গিয়েছিল বলে জানা যায়। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা গিয়েছিল গ্যারেজের পাশের ছাট কাপড়ের গোডাউন, রংয়ের গোডাউন এবং অ্যাসিডের গোডাউনে। স্থানীয় ক্লাবের ছেলেরা রাতে খেলা দেখে বাড়ি ফেরার সময় আগুনের লেলিহান শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা খবর দেয় ডোমজুড় থানায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় ঘণ্টা দু’য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই ওই আগুন লেগেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ