West Bengal Panchayat Election 2023 : নিউ টাউনের পঞ্চায়েতভুক্তির বিরোধিতায় কোর্টে নাগরিকরা – new town citizens going to file case in calcutta high court against panchayat inclusion


Produced by Suman Majhi | Ei Samay | Updated: 7 Dec 2022, 10:14 am

নিউ টাউনের একাধিক ব্লককে পঞ্চায়েতের আওতায় আনার সিদ্ধান্তের পরেই তার বিরোধিতায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছে উপনগরীর বাসিন্দাদের সংগঠন নিউ টাউন ফোরাম।

 

Calcutta High Court
ফাইল ফটো

হাইলাইটস

  • নিউ টাউনের একাধিক ব্লককে জ্যাংড়া-হাতিয়াড়া (২) পঞ্চায়েতের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।
  • সিদ্ধান্তের বিরোধিতায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছে উপনগরীর বাসিন্দাদের সংগঠন নিউ টাউন ফোরাম।
  • তাঁদের দাবি, প্রয়োজনে নিউ টাউনকে বিধাননগর পুরনিগমের আওতায় আনা হোক।
এই সময়: নিউ টাউনের একাধিক ব্লককে জ্যাংড়া-হাতিয়াড়া (২) পঞ্চায়েতের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। সেই সিদ্ধান্তের বিরোধিতায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছে উপনগরীর বাসিন্দাদের সংগঠন নিউ টাউন ফোরাম। ফোরামের বক্তব্য, শুরু থেকেই নিউ টাউনের যাবতীয় পরিষেবার দায়িত্বে রয়েছে স্বশাসিত সংস্থা নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (এনকেডিএ)। এই শহরকে পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বেআইনি। সংগঠনের অন্যতম কর্মকতা সমরেশ দাসের কথায়, ‘নিউ টাউনে এধাকিক অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আইনজীবী থাকেন। তাঁরা প্রত্যেকেই আমাদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন।’

Rail Blockade : পৃথক রাজ্যের দাবিতে রেল রোকো উত্তরবঙ্গে, চরম ভোগান্তিতে পর্যটকরা
নিউ টাউনের বাসিন্দাদের বড় অংশের আশঙ্কা, বর্তমানে তাঁরা এনকেডিএ’কে পুরকর দিলেও পঞ্চায়েতের আওতায় এলে তাদেরও পরিষেবার জন্যে কর দিতে হবে। তা ছাড়া ফুটপাথে ব্যাঙের ছাতার মতো দোকান, ঝুপড়ি গজিয়ে ওঠার সমস্যা বাড়বে। নিউ টাউনের বাসিন্দা অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোতোষ চক্রবর্তীর বক্তব্য, ‘রাজ্যের অন্যতম স্মার্ট শহর নিউ টাউন। সেই শহরকে কেন পঞ্চায়েতের মধ্যে আনা হচ্ছে, তা বোধগম্য নয়।’

SSC Scam : এসএসসি: অন্তত ২১ হাজার পদে বেআইনি নিয়োগের হদিশ
সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রথমে বাসিন্দাদের স্বাক্ষর সম্বলিত চিঠি মুখ্যমন্ত্রী, পুরমন্ত্রী, বিধাননগরের পুলিশ কমিশনারকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে তাতে বিশেষ লাভ হবে না বলেই মনে করছেন বাসিন্দাদের বড় অংশ। তাঁদের দাবি, প্রয়োজনে নিউ টাউনকে বিধাননগর পুরনিগমের আওতায় আনা হোক। বা পৃথক পুরসভা তৈরি হোক। কিন্তু পঞ্চায়েতের আওতায় কোনও ভাবেই নয়। সেই দাবিতেই এ বার আদালতের পথে বাসিন্দারা।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *