নিউ টাউনের একাধিক ব্লককে পঞ্চায়েতের আওতায় আনার সিদ্ধান্তের পরেই তার বিরোধিতায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছে উপনগরীর বাসিন্দাদের সংগঠন নিউ টাউন ফোরাম।

হাইলাইটস
- নিউ টাউনের একাধিক ব্লককে জ্যাংড়া-হাতিয়াড়া (২) পঞ্চায়েতের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।
- সিদ্ধান্তের বিরোধিতায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছে উপনগরীর বাসিন্দাদের সংগঠন নিউ টাউন ফোরাম।
- তাঁদের দাবি, প্রয়োজনে নিউ টাউনকে বিধাননগর পুরনিগমের আওতায় আনা হোক।
নিউ টাউনের বাসিন্দাদের বড় অংশের আশঙ্কা, বর্তমানে তাঁরা এনকেডিএ’কে পুরকর দিলেও পঞ্চায়েতের আওতায় এলে তাদেরও পরিষেবার জন্যে কর দিতে হবে। তা ছাড়া ফুটপাথে ব্যাঙের ছাতার মতো দোকান, ঝুপড়ি গজিয়ে ওঠার সমস্যা বাড়বে। নিউ টাউনের বাসিন্দা অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোতোষ চক্রবর্তীর বক্তব্য, ‘রাজ্যের অন্যতম স্মার্ট শহর নিউ টাউন। সেই শহরকে কেন পঞ্চায়েতের মধ্যে আনা হচ্ছে, তা বোধগম্য নয়।’
সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রথমে বাসিন্দাদের স্বাক্ষর সম্বলিত চিঠি মুখ্যমন্ত্রী, পুরমন্ত্রী, বিধাননগরের পুলিশ কমিশনারকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে তাতে বিশেষ লাভ হবে না বলেই মনে করছেন বাসিন্দাদের বড় অংশ। তাঁদের দাবি, প্রয়োজনে নিউ টাউনকে বিধাননগর পুরনিগমের আওতায় আনা হোক। বা পৃথক পুরসভা তৈরি হোক। কিন্তু পঞ্চায়েতের আওতায় কোনও ভাবেই নয়। সেই দাবিতেই এ বার আদালতের পথে বাসিন্দারা।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ