Primary TET: রবিবার টেট, পরীক্ষার্থীদের সুবিধার্থে থাকবে বিশেষ ব্যবস্থা – primary tet exam on sunday bus and ferry services will be available for examinees


Primary TET Exam Date রাজ্য শিক্ষক নিয়োগ (Teachers Recruitment) নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগে (SSC Scam) উত্তাল রাজ্য রাজনীতি। নিয়োগ নিয়ে একাধিক অভিযোগের মাঝে পাঁচ বছর পর প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary Teachers Recruitment Scam) টেট-এর আয়োজন পর্ষদের। আগামী রবিবার ১১ ডিসেম্বর প্রাথমিক টেট (Primary TET)-এর দিন ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গোটা রাজ্য জুড়ে হাজার হাজার পরীক্ষার্থীর জন্য পরিবহন সচল রাখতে বিশেষ ব্যবস্থা প্রশাসনের।

পরিবহন দফতর সূত্রে খবর, রবিবার শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য পথে নামবেন কয়েক লাখ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেকরা। ট্রাফিক সচল রাখতে পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী (Transport Minister Snehashis Chakraborty) জানিয়েছেন, রবিবার পথে থাকবে ২ হাজারেরও বেশি সরকারি বাস (Government Bus Timing)। সাধারণ দিনে প্রায় ৩৬ হাজার বেসরকারি বাস (Private Bus Service) রাস্তায় চলাচল করে। রবিবার ছুটির দিন হলেও স্বাভাবিক বাস পরিষেবা চালু থাকবে বলে আশ্বাস পরিবহনমন্ত্রীর। এছাড়া রাস্তায় ট্রাফিকের তরফেও খোলা হচ্ছে কন্ট্রোল রুম। যান চলাচল সচল রাখতে রাস্তায় মোতায়েন থাকবে অতিরিক্ত অফিসাররা। সপ্তাহের বাকি দিনগুলোর মতোই স্বাভাবিক থাকবে ফেরি চলাচলও।

Primary TET : টেট পরীক্ষার সিট দুবাইতে? সত্যিটা জানিয়ে মুখ খুললেন হুগলির পরীক্ষার্থী

১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের (Primary Teachers Vacancy) জন্য হতে চলেছে টেট পরীক্ষা (Primary TET)। আবেদন করেছে প্রায় ছয় লাখ ৯০ হাজার পরীক্ষার্থী। ২০১৭-এর পর এই প্রথমবার হতে চলেছে টেট পরীক্ষা। একসঙ্গে এত পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র যাওয়ায় জন্য পথে নামলে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য সবরকমের প্রচেষ্টা করছেন প্রশাসন।

SBSTC Bus: যাত্রীদের জন্য সুখবর, শীতের মরশুমে চালু হচ্ছে আরও ৩০টি রুট

পর্যাপ্ত পরিমাণ পরিবহনের ব্যবস্থা যেমন করা হচ্ছে তেমনি থাকবে মেডিক্যাল টিম (Medical Team), পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে অগ্নিনির্বাপক ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ যাতে ঠিক থেকে সেদিকেও লক্ষ্য রাখা হবে। প্রতিটি মহকুমায় বিশেষ নজদারির টিম গঠন করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নিয়ম ঠিকঠাক মেনে চলে সেদিকে বিশেষ নজর থাকবে।

SSC Scam in West Bengal: টাকা দিয়েও চাকরি মেলেনি, হতাশায় বিষ খেয়ে আত্মঘাতী যুবক

টেট (TET) পরীক্ষা নিয়ে নয়া গাইডলাইন (TET New Guideline) প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। সর্বভারতীয় পরীক্ষার ধাঁচে এবার থেকে সোনার গয়না, ঘড়ি পরে ঢোকা যাবে না হলে।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *