Pradhan Mantri Awas Yojana : প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা মেলাতে গিয়ে হেনস্থার শিকার মহিলা আধিকারিক, আমতায় হুলস্থুল – pradhan mantri awas yojana two government officers including a woman allegedly harassed checking list in howrah


আবাস প্লাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) তালিকা খতিয়ে দেখার কাজ করতে গিয়ে হেনস্থার (Harassed) শিকার হলেন আমতা (Amta) ১ নম্বর ব্লকের মৎস্য দফতরের এক মহিলা আধিকারিক এবং তাঁর সঙ্গে থাকা এক কর্মী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে আমতা ১ নম্বর ব্লকের উদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব গাজিপুরে। অভিযোগ, আবাস যোজনায় নাম থাকা মহিলার বাড়ির ছবি তোলার সময় মহিলার ছেলে ওই সরকারি কর্মীকে (Government Officers) মারধর করার পাশাপাশি তাঁর কাগজপত্র নষ্ট করে দেয়। এমনকি মহিলা আধিকারিকের শ্লীলতাহানির (Molestation) অভিযোগও ওঠে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত কর্মী অভিযুক্ত যুবকের নামে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে, বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের (Jail custody) নির্দেশ দেন।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনার অভিযোগ যাচাইয়েও ঢিলেমি, জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে আমতা ১ নম্বর ব্লকের মৎস্য দফতরের মহিলা আধিকারিক এবং শুভদীপ মজুমদার নামে এক কর্মী আবাস প্লাস যোজনার তালিকায় থাকা নাম যাচাই করতে পূর্ব গাজিপুর গ্রামে যান৷ ওই গ্রামের শঙ্করী কাওলে নামে এক মহিলার বাড়িতে যান তাঁরা। তাঁরা সেখানে বিভিন্ন তথ্য যাচাইয়ের পাশাপাশি মোবাইলে বাড়ির ছবি তুলতে যাচ্ছিলেন৷ অভিযোগ, সেসময় মহিলার ছেলে নিরাপদ কাওলে এবং তার স্ত্রী বাইরে বেরিয়ে এসে তাঁদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সেসময় নিরাপদ কাওলে শুভদীপ মজুমদারের জামার কলার ধরে তাঁকে মারধর করেন বলে অভিযোগ৷

Recruitment Scam : চাকরির টোপ দিয়ে ধর্ষণ-ব্ল্যাকমেলের অভিযোগ, নারায়ণগড়ে ধৃত যুবক
পাশাপাশি তাঁর মোবাইল ও কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ। অভিযোগ, ঘটনার সময় শুভদীপের সঙ্গে থাকা মহিলা আধিকারিক বাধা দিতে এলে, অভিযুক্ত যুবক তাঁর শ্লীলতাহানি করে এবং গলার সোনার চেন ছিনিয়ে নেয়৷ পরে ওই কর্মী আমতা ১ নম্বর ব্লকের BDO কে ফোনে বিষয়টি জানালে, তিনি অন্যান্য কর্মীদের নিয়ে এসে মহিলা আধিকারিক ও কর্মীকে উদ্ধার করে নিয়ে যান। পরে শুভদীপ মজুমদার আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে, পুলিশ অভিযুক্ত নিরাপদ কাওলেকে গ্রেফতার করে।

Bardhaman News : নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, বিয়ের দুদিন আগে শ্রীঘরে যুবক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হলে, বিচারক তাকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *