পর্যটকদের জন্য সেবক করোনেশন সেতুর পাশেই পউনবু গ্রামে প্যারাগ্লাইডিং চালুর জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। পর্যটকদের এই মনের ইচ্ছে পূরণ করার জন্য এ বার তৈরি হচ্ছে কালিম্পং জেলা প্রশাসন।

হাইলাইটস
- অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের এই মনের ইচ্ছে পূরণ করার জন্য এ বার তৈরি হচ্ছে কালিম্পং জেলা প্রশাসন।
- সেবক করোনেশন সেতুর পাশেই পউনবু গ্রামে প্যারাগ্লাইডিং চালুর জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।
- আপাতত সেই বেহাল রাস্তাঘাট মেরামতিতে নজর দিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা।
অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য কালিম্পং প্রায় এক দশক ধরেই পরিচিত। তিস্তাবাজারে র্যাফটিংয়ের বিশাল কেন্দ্র তৈরি হয়েছে। শীতে বহু পর্যটক স্রেফ র্যাফটিংয়ের নেশায় সেখানে ভিড় করেন। কালিম্পংয়ের ডেলোতে রয়েছে প্যারাগ্লাইডিং সেন্টার। লাভা, লোলোগাঁও, রিশপ সহ একাধিক ট্রেকিং রুট রয়েছে। এ বার সেই তালিকায় নাম জুড়তে চলেছে পউনবু এবং ইয়োলবং।
জেলাশাসক জানিয়েছেন, লিনৎসে’তে জিটিএ মূলখাড়কা গ্রামে চারটি কটেজ তৈরির কাজে হাত দিয়েছিল। সব মিলিয়ে ব্যয় হবে প্রায় ৮৭ লক্ষ টাকা। দ্রুত সেই কাজ শেষ করা হলে লিনৎসে পর্যটকদের ভিড় বাড়বে বলেই অনুমান জেলা প্রশাসনের। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘পর্যটনের ক্ষেত্রে কালিম্পংয়ে অনেক কিছু করার আছে। পউনবু এবং ইয়োলবংকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হলে ওই এলাকার বাসিন্দারাও উপকৃত হবেন।’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
