West Bengal Tourism : পর্যটকদের জন্য এ বার সেবকেই প্যারাগ্লাইডিং – west bengal tourism siliguri sabak bridge paragliding will start soon to attract tourists


Produced by Suman Majhi | Ei Samay | Updated: 10 Dec 2022, 12:12 pm

পর্যটকদের জন্য সেবক করোনেশন সেতুর পাশেই পউনবু গ্রামে প্যারাগ্লাইডিং চালুর জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। পর্যটকদের এই মনের ইচ্ছে পূরণ করার জন্য এ বার তৈরি হচ্ছে কালিম্পং জেলা প্রশাসন।

 

Paragliding
পর্যটকদের জন্য এ বার সেবকেই প্যারাগ্লাইডিং

হাইলাইটস

  • অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের এই মনের ইচ্ছে পূরণ করার জন্য এ বার তৈরি হচ্ছে কালিম্পং জেলা প্রশাসন।
  • সেবক করোনেশন সেতুর পাশেই পউনবু গ্রামে প্যারাগ্লাইডিং চালুর জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।
  • আপাতত সেই বেহাল রাস্তাঘাট মেরামতিতে নজর দিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা।
এই সময়, শিলিগুড়ি: কেমন হতো, যদি তিস্তা নদীর উপর দিয়ে প্যারাগ্লাইডিং করা যেত! ইয়োলবংয়ে কালিম্পং জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাওয়া যেত দিকশূন্যপুরে! অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের এই মনের ইচ্ছে পূরণ করার জন্য এ বার তৈরি হচ্ছে কালিম্পং জেলা প্রশাসন। সেবক করোনেশন সেতুর পাশেই পউনবু গ্রাম। সেখান থেকে প্যারাগ্লাইডিং চালুর জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। একই ভাবে ট্রেকিং রুট হিসাবে তৈরি করা হচ্ছে ইয়োলবংকে। কিন্তু সেখানে ট্রেকিং করার জন্য রাস্তাঘাট এখনও উপযুক্ত নয়। আপাতত সেই বেহাল রাস্তাঘাট মেরামতিতে নজর দিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। বৃহস্পতিবারই নর্থ বেঙ্গল ট্যুরিজম প্রোমোশন টাস্ক ফোর্সের সভায় পর্যটনে কালিম্পংকে আরও একধাপ এগিয়ে দেওয়ার পরিকল্পনা হয়। ওই সভায় পর্যটন দপ্তরের কর্তাদের সঙ্গে উত্তরবঙ্গের আট জেলার জেলাশাসক এবং পর্যটন ব্যবসায় জড়িত ব্যবসায়ীদের প্রতিনিধিরা ছিলেন। কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা বলেন, ‘পউনবু প্যারাগ্লাইডিংয়ের জন্য একটি আদর্শ জায়গা হতে পারে। এই ব্যাপারে জিটিএ’র পর্যটন দপ্তর একটি পরিকল্পনা তৈরি করেছে। দ্রুত কাজ শুরু করা হবে। একই ভাবে ট্রেকিং ডেস্টিনেশন হিসাবে ইয়োলবংয়ের রাস্তাঘাট মেরামতির পরিকল্পনা হয়েছে।’

West Bengal Tourism : নতুন করে সাজানো হচ্ছে গনগনিকে
অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য কালিম্পং প্রায় এক দশক ধরেই পরিচিত। তিস্তাবাজারে র‍্যাফটিংয়ের বিশাল কেন্দ্র তৈরি হয়েছে। শীতে বহু পর্যটক স্রেফ র‍্যাফটিংয়ের নেশায় সেখানে ভিড় করেন। কালিম্পংয়ের ডেলোতে রয়েছে প্যারাগ্লাইডিং সেন্টার। লাভা, লোলোগাঁও, রিশপ সহ একাধিক ট্রেকিং রুট রয়েছে। এ বার সেই তালিকায় নাম জুড়তে চলেছে পউনবু এবং ইয়োলবং।

West Bengal Tourism : বেসরকারি হচ্ছে গড়চুমুকের ‘মিনি জু’! শীতের মরশুমে খসবে বেশি টাকা?
জেলাশাসক জানিয়েছেন, লিনৎসে’তে জিটিএ মূলখাড়কা গ্রামে চারটি কটেজ তৈরির কাজে হাত দিয়েছিল। সব মিলিয়ে ব্যয় হবে প্রায় ৮৭ লক্ষ টাকা। দ্রুত সেই কাজ শেষ করা হলে লিনৎসে পর্যটকদের ভিড় বাড়বে বলেই অনুমান জেলা প্রশাসনের। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘পর্যটনের ক্ষেত্রে কালিম্পংয়ে অনেক কিছু করার আছে। পউনবু এবং ইয়োলবংকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হলে ওই এলাকার বাসিন্দারাও উপকৃত হবেন।’

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *