TET Question Paper : পাঁচ বছর পর TET, কেমন হল প্রশ্নপত্র? জবাব পরীক্ষার্থীদের – west bengal tet 2022 tet candidates are happy with the question paper


“প্রশ্ন ফাঁস হয়নি। প্রশ্ন নিয়ে খুশি পরীক্ষার্থীরা…”, TET পরীক্ষার পর মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে পরীক্ষা। TET 2022-এর প্রশ্নপত্র নিয়ে ঠিক কী মন্তব্য করছেন পরীক্ষার্থীরা? কলকাতার হিন্দু স্কুল থেকে পরীক্ষা দিয়ে বেরোনোর সময় এক পরীক্ষার্থী বলেন, “চাকরি পাব কিনা জানি না। তবে প্রশ্নে খুশি। পরীক্ষা ভালো হয়েছে।” অপর এক পরীক্ষার্থী বলেন, “পরীক্ষা বেশ ভালো হয়েছে। আমরা সন্তুষ্ট।” চলতি বছর দুটি OMR শিট দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। একটি তাঁদের জমা দিতে হয়েছে। একটি OMR শিট নিয়ে তাঁদের পরীক্ষাকেন্দ্র থেকে বার হতে দেখা যায়। তাঁরা কী উত্তর দিয়েছেন সেই বিষয়টি এই শিটের কারণে আরও নিশ্চিত হতে পারবেন তাঁরা।

জেলায় জেলায় প্রশ্নপত্র নিয়ে সদর্থক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। বাঁশবেড়িয়ার এক পরীক্ষার্থী জয়িতা বলেন, “প্রশ্নপত্র নিয়ে খুশি। পরীক্ষা দিতে যেতেও কোনও সমস্যা হয়নি।” এদিকে TET পরীক্ষা প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য নিয়মিত মনিটারিং হয়েছে। এই উদ্যোগ ফলপ্রসূ হয়েছে। নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে পরীক্ষা। দু’একটা ছোটখাটো অভিযোগ এসেছে। কিন্তু, এই যে উদ্যোগ সরকারের তরফে নেওয়া হয়েছে তাতে পরীক্ষার্থীরা খুশি। তাঁরা খুশি মনে পরীক্ষা দিয়েছেন। গণউৎসবের মতো পরীক্ষায় সামিল হয়েছে। পরীক্ষার প্রশ্নে খুশি তাঁরা।

WB TET Exam 2022: লেটার মার্কস পেয়ে পাশ প্রশাসন, রাজ্যে নির্বিঘ্নে মিটল টেট পরীক্ষা
উল্লেখ্য, ১১ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। রাজ্যে এই বছর TET দিয়েছেন প্রায় সাত লাখ পরীক্ষার্থী। যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যা না হয়, সেজন্যও উদ্যোগ নেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। ১১টায় গেট বন্ধ প্রসঙ্গে রাজ্যের কয়েকটি পরীক্ষাকেন্দ্র থেকে বিক্ষিপ্ত অভিযোগ এসেছিল।

TET Examination 2022 : TET-এর প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে গাড়ি, আহত মহিলা পুলিশকর্মী
পর্ষদের নির্দেশ মোতাবেক পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পরিচয় পত্র, আবেদনে যে ছবি দেওয়া হয়েছিল তা দেখিয়ে প্রবেশ করানো হয়। এছাড়াও আইডি কার্ড যাচাই, মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হয়। কোনও ইলেকট্রনিক গ্যাজেট, ডিজিটাল ঘড়ি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। ১২টা থেকে পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় আড়াইটাই। বেনিয়ম আটকাতে কার্যত নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। প্রশ্নপত্র ফাঁসের জল্পনা সঠিক নয়, স্পষ্ট জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *