TET Exam : ‘পরীক্ষা ভালো হয়েছে, সমস্যা হয়নি…’, টেট দিয়ে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ভাইরাল অ্যাডমিট কার্ডের যুবকের – not dhaka he gave tet examination in muc womens college saya tet candidate mimo ghosh


TET পরীক্ষার ভাইরাল অ্যাডমিট কার্ড ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা মিমো ঘোষের সিট নাকি পড়েছে বাংলাদেশের ঢাকায়! যদিও এই ভাইরাল অ্যাডমিট কার্ড সত্যি নয়, তা স্পষ্ট জানিয়েছিলেন এই পরীক্ষার্থী। রবিবার ছিল TET পরীক্ষা। এদিন লাখ লাখ পরীক্ষার্থী TET দিয়েছেন। পরীক্ষা দিতে কি কোনও সমস্যা হয়েছিল ভুয়ো ভাইরাল পোস্ট অনুযায়ী ঢাকায় আসন পড়া সেই পরীক্ষার্থী মিমোর?
মেমারির এই তরুণ বলেন, “ আমার সিট পড়েছিল এম ইউ সি ওম্যান্স কলেজে। সেখানেই আমি পরীক্ষা দিয়েছি। নির্বিঘ্নেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনও সমস্যায় পড়তে হয়নি।” প্রশ্নপত্র নিয়েও খুশি এই পরীক্ষার্থী। তিনি বলেন, “প্রশ্ন ভালোই হয়েছে। আমি খুশি।” ভাইরাল অ্যাটমিট কার্ড বিতর্কে তিনি আর নতুন করে কোনও মন্তব্য করতে চান না। মিমোর কথায়, “নির্বিঘ্নেই পরীক্ষা হয়েছে। আর আমি এতেই খুশি।”

উল্লেখ্য, TET পরীক্ষার কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়, যা অনুযায়ী কিছু পরীক্ষার্থীর নাকি আসন পড়েছে বাংলাদেশ, লাহোর, দুবাইতে। এই নিয়ে সোশাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়। বিরোধীরাও বিষয়টি নিয়ে সরব হন। সেই সময় অবশ্য ভাইরাল তালিকায় নাম থাকা পরীক্ষার্থীরাই জানান, ভাইরাল অ্যাডমিট কার্ডে যে পরীক্ষাকেন্দ্রগুলি বলা হচ্ছে তা আদতে ভুয়ো। কেউ ফটোশপের কারসাজি করেছে।

Primary TET 2022 : TET-এর সিট পড়েছে ঢাকায়? ভাইরাল অ্যাডমিট কার্ড নিয়ে এবার মুখ খুললেন মেমারির মিমো
এই বিষয়ে মিমো জানিয়েছিলেন, তাঁকে কেন টার্গেট করা হল তিনি বুঝতে পারছেন না। তবে সোশাল মিডিয়ায় ভুয়ো প্রচার বন্ধ করার কথা বলেছিলেন তিনি। পড়াশোনা করে পরিবারের পাশে দাঁড়ানোই তাঁর লক্ষ্য, স্পষ্ট দাবি করেন এই তরুণ। তাঁর স্পষ্ট মন্তব্য ছিল, এই ধরনের প্রচার বন্ধ করা উচিত। সোশাল মিডিয়াতেই তিনি স্পষ্ট বলেন, “এই অ্যাডমিট কার্ডের ছবি সম্পূর্ণ ভুয়ো। অপপ্রচার অবিলম্বে বন্ধ করা হোক।”

Primary TET : টেট পরীক্ষার সিট দুবাইতে? সত্যিটা জানিয়ে মুখ খুললেন হুগলির পরীক্ষার্থী
অন্যদিকে, হুগলির মগরার পরীক্ষার্থী অয়ন কোলের সিট পড়েছিল রাজ্যেরই এক পরীক্ষাকেন্দ্রে। কিন্তু, ভাইরাল অ্যাডমিট অনুযায়ী, তাঁর নাকি সিট পড়েছিল দুবাইতে। তিনিও স্পষ্ট জানান, এই ভাইরাল অ্যাডমিট কার্ড সম্পূর্ণ ভুয়ো। বিষয়টি নিয়ে সরব হয়েছিল তৃণমূল। মগড়া থানায় এই প্রসঙ্গে অভিযোগ দায়ের করেছিলেন হুগলি জেলা মহিলা তৃণমূল সভানেত্রী শিল্পী চট্টোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *