Sagore Dutta Hospital : রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা, সাগরদত্ত হাসপাতালে বিক্ষোভ পড়ুয়াদের – student of sagore dutta hospital show agitation over freshers party


কলেজের নবীনবরণের প্রচার ঘিরে ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ। এই ঘটনাকে কেন্দ্র করে কামারহাটি কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা তৈরি হয়। ছাত্রদের রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ।

 

Student Agitation

হাইলাইটস

  • কলেজের নবীনবরণের প্রচার ঘিরে ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ
  • বিক্ষোভকে কেন্দ্র করে কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে
  • কলেজের প্রথম বর্ষের ছাত্রদের রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ
West Bengal Local News : কলেজের নবীনবরণের (Fresher Party) প্রচার ঘিরে ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ (Student Agitation) কামারহাটি কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে। অভিযোগ কলেজের বেশ কয়েকজন AIDSO (All India Democratic Students Organisation) সংগঠনের ছাত্ররা দীর্ঘদিন ধরে কলেজের প্রথম বর্ষের ছাত্রদের রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। এর প্রতিবাদ জানিয়েও কোনও কাজ হয়নি। মঙ্গলবার প্রথম বর্ষের ছাত্রদের কলেজের ক্লাস শেষে AIDSO সংগঠনের কয়েকজন ছাত্র রাজনৈতিকভাবে প্রভাবিত করার জন্য ক্লাসরুমের দরজা বন্ধ করে তাঁদের সঙ্গে প্রভাবিত করার চেষ্টা করে বলে অভিযোগ। তখনই ঝামেলা বাধে বলে জানা গিয়েছে। Uttar 24 Pargana : ক্যাটারিংয়ের নামে তরুণীকে নিয়ে যাওয়া হয় বিহারের চটুল নাচের আসরে, শ্যামনগরের ঘটনায় গ্রেফতার ৪
ঠিক কী হয়েছিল?
প্রতিদিনের মতোই মঙ্গলবারও প্রথম বর্ষের ছাত্রদের কলেজের ক্লাস হচ্ছিল। এরপর ক্লাস শেষ হওয়ার পর AIDSO সংগঠনের কয়েকজন ছাত্র রাজনৈতিকভাবে প্রভাবিত করার জন্য ক্লাসরুমের দরজা বন্ধ করে তাঁদের সঙ্গে প্রভাবিত করার চেষ্টা করে বলে অভিযোগ। আর সেই সময় তাঁদের রাজনৈতিকভাবে প্রভাবিত করতে গেলেই বিপত্তি বাধে। এরপরই প্রথম বর্ষের ছাত্ররা কলেজের ক্লাস থেকে বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে হাসপাতালের বাইরে। সেই সময়ই প্রথম বর্ষের ছাত্রদের সঙ্গ দেন তৃতীয় বর্ষের ছাত্ররাও। একসঙ্গে সামিল হতে দেখা যায় তাঁদের। প্রথম বর্ষের ছাত্রদের আন্দোলনের সঙ্গে তৃতীয় বর্ষের ছাত্রদের বক্তব্য, রাজনৈতিকভাবে ছাত্র সমাজকে প্রভাবিত করার চেষ্টা করছে AIDSO সংগঠনের ছাত্ররা। India Bangladesh Border : বাংলাদেশে রান্না হলেও পাত পড়ে ভারতের মাটিতে, বাগদার রেজাউলের কাহিনি শুনলে চমকে যাবেন
আন্দোলনে সামিল ছাত্ররা
এই প্রসঙ্গে তৃতীয় বর্ষের ছাত্র সৌমিত্র প্রামাণিক বলেন, “আমরা কলেজে ক্লাস করতে এসেছি আমরা সেটাই মনোযোগ সহকারে করব। কিন্তু, বেশ কিছু ছাত্র আমাদের রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। তাই আমরা আন্দোলনে সামিল হয়েছি। যতক্ষণ পর্যন্ত না কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে ততক্ষণ আমরা হাসপাতাল চত্বরেই বিক্ষোভ দেখাতে থাকব।” এছাড়া এ প্রসঙ্গে প্রথম বর্ষের ছাত্র রহিম শেখ অভিযোগ করেন, “ক্লাস শেষে দরজা বন্ধ করে AIDSO সংগঠনের ছাত্ররা আমাদের রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। সেটা আমরা মেনে নিতে পারছি না। যার ফলে আমরা প্রতিবাদে সামিল হয়েছি।” কলেজ ছাত্রদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন AIDSO সংগঠনের সদস্য সায়ন দাস। তিনি জানান, “আন্দোলনরত যে সব ছাত্ররা রয়েছেন তাঁদের অনেকেই তৃণমূল ছাত্র সংগঠনের সক্রিয় কর্মী। তাঁরাই উদ্দেশ্য প্রণোদিতভাবে এইভাবে বিরোধিতা করছেন AIDSO-র নবীন বরণ উৎসবের বিরুদ্ধে।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *