West Bengal DA Update : সুপ্রিম কোর্টে পিছোল DA মামলার শুনানি – west bengal da case update next hearing will be in 2023 january


Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 14 Dec 2022, 1:16 pm

ফের একবার West Bengal DA Case-এর শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। রইল বিস্তারিত…

 

ফের একবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল DA মামলার শুনানি। এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী বছর। জানা যাচ্ছে, ২০২৩ সালের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে পরবর্তী শুনানি। এদিকে বিচারপতিদের ‘বেঞ্চ কম্পোজিশন’ নিয়ে অভিযোগ জানান আইনজীবীদের কোনও একটি পক্ষ। আর এতেই অসন্তুষ্ঠ সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “যিনিই অভিযোগ জানান, আমরা দুঃখ প্রকাশ করছি।” রাজ্যের SLP প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেই দিকে এদিন তাকিয়ে ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু, ফের একবার এই মামলার শুনানি পিছিয়ে গেল। জানা গিয়েছে, এই মামলা ছেড়েছেন ঋষিকেষ রায় এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে নতুন বেঞ্চে। দীপঙ্কর দত্ত বুধবার বলেন, “এই মামলা শুনব না।”

DA মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা। এই বছর ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয় তিন মাসের মধ্যে মিটিয়ে ফেলতে হবে বকেয়া DA। যদিও পরবর্তীতে সেই রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই পুনর্বিবেচনা করে দেখার আর্জি জানিয়েছিল রাজ্য। যদিও তা খারিজ হয়ে যায়। এদিকে নির্ধারিত তিন মাসের সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলেও বকেয়া DA না মেলায় ফের একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারি কর্মচারিদের সংগঠন।

এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। বুধবার এই মামলার নিষ্পত্তি হবে, আশাবাদী ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু, ফের একবার এই মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *