শুরু হয়েছে জি বংলার (Zee Bangla) নতুন সিরিয়াল নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। ইতিমধ্যেই খুব অল্প সময়ের ভিতর মানুষের ভালোবাসা আদায় করেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের ব্যাক স্টেজে চলে দেদার আড্ডা। সিরিয়ালে অভিনীত অভিনেতারা জমিয়ে আড্ডা মারেন। তেমনি কিছু বিহাইন্ড দ্য সিন রইল আপনাদের জন্য। দেখুন সেই ভিডিয়ো।