ট্রেকিংয়ের নিয়ম-
জানা গিয়েছে, চড়া রৌদ্রে পাহাড়ে ট্রেকিং করার খুবই সমস্যা হয়। এছাড়াও বিকেল চারটার পর প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে ওঠার উপর নিষেধাজ্ঞা রয়েছে । তাই সুদূর কলকাতা থেকে বেলপাহাড়ির গাড়রাসিনি পাহাড়ের কাছে পৌঁছে হোমস্টেতে রাতটা কাটিয়ে সকাল সকাল ট্রেকিংয়ে বেরিয়ে পড়তে পারবেন পর্যটকেরা । হোমস্টে গুলিতে রাতের ডিনারে দেশি মুরগির ঝোল এবং পর্যটকদের মনোরঞ্জনের জন্য আদিবাসী নাচেরও আনন্দ উপভোগ করারও ব্যবস্থা রয়েছে ।
থাকার ব্যবস্থা
গাড়রাসিনি পাহাড়ের কোলে অবস্থিত আগইবিল গ্রামে মঙ্গল সিং তার নিজস্ব উদ্যোগে বেশ কয়েক বছর আগে নিজের বাড়ির একটি রুম নিয়ে তৈরি করেছিলেন হোমস্টে । পর্যটকেরা এই হোমস্টেতে রাত কাটিয়ে সকাল সকাল গাড়রাসিনি পাহাড়ে ট্রেকিং করতে বেরোন। ধীরে ধীরে গাড়রাসিনির জনপ্রিয়তা বাড়তে বর্তমানে মঙ্গল সিং তার পবিত্রা হোমস্টে-তে কয়েকটি পাকা বাড়ির পাশাপাশি পর্যটকদের চাহিদা মত মাটির বাড়ি ও তৈরি করে আজ দশটি রুম করে ফেলেছে । পবিত্র হোমস্টের পাশাপাশি নতুন করে লিসা হোমস্টে ও উত্তরা হোমস্টে চালু হয়েছে । পবিত্র হোমস্টের কর্ণধার মঙ্গল সিং বলেন, “পর্যটকেরা এখানে রাতে সকাল সকাল মর্নিং ওয়ার্কের মত পাহাড়ে ট্রেকিং করতে খুবই ভালোবাসে । পাশাপাশি জঙ্গলের ময়ূরও এখানকার বিশেষ আকর্ষণ।”
কিভাবে পৌঁছবেন কলকাতা থেকে গাড়রাসিনি (Gadrasini)?
কলকাতা থেকে হাওড়ার স্টেশন থেকে ট্রেন ধরে ঝাড়গ্রাম রেল স্টেশন । ঝাড়গ্রাম রেল স্টেশনে নেমে বাঁ দিকে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড । যেখানে গাড়ি ভাড়া করে সোজা চলে যাওয়া যাবে বেলপাহাড়ি । বেলপাহাড়ির থেকে হদরার মোড় থেকে বাঁ দিকের পিচ রাস্তা ধরে থেকে ৬ কিলোমিটার গেলে পৌঁছে যাবেন গাড়রাসিনি পাহাড় । এছাড়াও যদি আপনি ব্যক্তিগত গাড়িতে আসতে চান তাহলে কলকাতা থেকে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে খড়্গপুর পেরিয়ে আসতে হবে লোধাশুলী। এই লোধশুলীর মোড় থেকে ডানদিকে ঝাড়গ্রাম শহর আসার পাঁচ নম্বর রাজ্য সড়ক ধরে ঝাড়গ্রাম শহর পেরিয়ে সোজা শিলদার মোড় থেকে বাঁদিকে নারানপুরের মোড় পড়বে । নারানপুরের মোড় থেকে ডানদিকে সোজা বেলপাহাড়ি বাজার । ওই বেলপাহাড়ি বাজার থেকে বাঁশপাহাড়ি রাস্তা ধরে প্রায় এক কিলোমিটার এগোলে হদরার মোড় । সেখান থেকে বাঁ দিকের ৬ কিলোমিটার গেলে পৌঁছে যাওয়া যাবে গাড়রাসিনি পাহাড় ।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।