Sankar Fish : গঙ্গাসাগরে মৎস্যজীবীদের জালে ৩৪০ কেজির শংকর মাছ, বিক্রি হল চড়া দামে – huge size shankar fish caught by fisherman at sagar area


Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 23 Dec 2022, 9:04 am

গঙ্গাসাগরে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৩৪০ কেজির একটি শংকর মাছ। কত দামে তা বিক্রি হল?

 

Sankar Fish
ফাইল ফটো

হাইলাইটস

  • এ যেন লটারি লাভ!
  • সাত সকালেই এক মৎস্যজীবীরা জালে উঠে এল দৈত্যাকৃতি শংকর মাছ (Batoids)।
  • ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগরের (Gangasagar) মহিশমারি এলাকায়।
South 24 Parganas : এ যেন লটারি লাভ! সাত সকালেই এক মৎস্যজীবীরা জালে উঠে এল দৈত্যাকৃতি শংকর মাছ (Batoids)। প্রায় ৩৪০ কেজি ওজনের শংকর মাছ পেয়ে আহ্লাদে আটখানা মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগরের (Gangasagar) মহিশমারি এলাকায়। মাছটিকে দেখতেই ভিড় জমে যায় স্থানীয় বাজারে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গঙ্গাসাগরের মহিশমারি এলাকায় চাঞ্চল্য ছড়াল বিশাল আকারের একটি শংকর মাছ (Batoids) নিয়ে। বৃহস্পতিবার সকালে গঙ্গাসাগরের মহিশমারি এলাকার মৎস্যজীবী গুরুপদ মণ্ডল হুগলি নদীতে (Hooghly River) মাছ ধরতে যান। জাল ফেলতেই ভাগ্য খুলে যায় মৎস্যজীবীর। তাঁর জালে উঠে আসে একটি বিশালাকার শংকর মাছ। স্থানীয় সূত্রে খবর, শংকর মাছটির ওজন প্রায় ৩০০ কেজিরও বেশি। এত বড় শংকর মাছটিকে দেখতে আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ ভিড় করতে থাকে। জানা গিয়েছে, ওই মাছটি স্থানীয় মাছ বাজারে ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মরশুমে প্রথম সাগরে এত বড় পরিমাণ শংকর মাছ পাওয়া যাওয়ায় খুশি মৎস্যজীবীরাও।

Digha Beach : দিঘার মোহনায় উদ্ধার ‘জায়ান্ট’ চিল শংকর মাছ, কত দামে বিক্রি হল?
স্থানীয় মৎস্যজীবীরা জানান, এমনিতে এত বড় আকারের শংকর মাছ খুব কম ধরা পড়ে মৎস্যজীবীদের জালে। তবে শীতকালে কিছু ট্রলারে শংকর মাছ পাওয়া যায়। এই মাছকে এলাকার মানুষ মুরুলি মাছ বলে থাকে। সাধারণত দুই ধরনের শংকর মাছ সংগৃহীত হয়। তবে সামুদ্রিক মাছের মধ্যে শংকর মাছের ব্যাপক চাহিদা থাকে বাজারে। মৎস্যজীবী গুরুপদ মণ্ডল বলেন, ” আমি এর আগেও শংকর মাছ ধরতে পেরেছি। তবে এত বড় আকারে কোনওদিন পাইনি। এতদিন জালে যা এসেছে, তা সব ছোট আকারের শংকর মাছ। তবে এত বড় আকারের মাছ ধরতে পেরে আমি খুশি।”

Murshidabad News: মৎস্যজীবীদের জালে ২৩ কেজি ওজনের বিশালাকৃতি মাছ, দাম শুনলে ভিরমি খাবেন
প্রসঙ্গত, গত নভেম্বর মাসে দিঘায় দেখা মেলে দৈত্যাকৃতি চিল শংকর মাছের। দিঘার কৈলাস বরের মা দুর্গা ট্রলারে ধরা পড়ে এই দৈত্যাকৃতি চিল শংকর মাছ। জালে পড়ার পর দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসা হয় মাছটিকে। তখনই বিশাল আকৃতির মাছটিকে দেখতে এবং ছবি তুলতে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্য়ে। চিল শংকর মাছটির ওজন ছিল প্রায় ৫০০ কিলোর কাছাকাছি। অনেক দরাদরির পর নিলামে কুড়ি হাজার টাকায় কলকাতার একটি কোম্পানি কিনে নেয় মাছটিকে। মরশুমে প্রথম এত বড় মাছ এই প্রথম আসে দিঘায়। ক্রেতাদের উন্মদনা দেখে আপ্লুত হন ব্যবসায়ীদের মুখে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *