গঙ্গাসাগরে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৩৪০ কেজির একটি শংকর মাছ। কত দামে তা বিক্রি হল?

হাইলাইটস
- এ যেন লটারি লাভ!
- সাত সকালেই এক মৎস্যজীবীরা জালে উঠে এল দৈত্যাকৃতি শংকর মাছ (Batoids)।
- ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগরের (Gangasagar) মহিশমারি এলাকায়।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, এমনিতে এত বড় আকারের শংকর মাছ খুব কম ধরা পড়ে মৎস্যজীবীদের জালে। তবে শীতকালে কিছু ট্রলারে শংকর মাছ পাওয়া যায়। এই মাছকে এলাকার মানুষ মুরুলি মাছ বলে থাকে। সাধারণত দুই ধরনের শংকর মাছ সংগৃহীত হয়। তবে সামুদ্রিক মাছের মধ্যে শংকর মাছের ব্যাপক চাহিদা থাকে বাজারে। মৎস্যজীবী গুরুপদ মণ্ডল বলেন, ” আমি এর আগেও শংকর মাছ ধরতে পেরেছি। তবে এত বড় আকারে কোনওদিন পাইনি। এতদিন জালে যা এসেছে, তা সব ছোট আকারের শংকর মাছ। তবে এত বড় আকারের মাছ ধরতে পেরে আমি খুশি।”
প্রসঙ্গত, গত নভেম্বর মাসে দিঘায় দেখা মেলে দৈত্যাকৃতি চিল শংকর মাছের। দিঘার কৈলাস বরের মা দুর্গা ট্রলারে ধরা পড়ে এই দৈত্যাকৃতি চিল শংকর মাছ। জালে পড়ার পর দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসা হয় মাছটিকে। তখনই বিশাল আকৃতির মাছটিকে দেখতে এবং ছবি তুলতে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্য়ে। চিল শংকর মাছটির ওজন ছিল প্রায় ৫০০ কিলোর কাছাকাছি। অনেক দরাদরির পর নিলামে কুড়ি হাজার টাকায় কলকাতার একটি কোম্পানি কিনে নেয় মাছটিকে। মরশুমে প্রথম এত বড় মাছ এই প্রথম আসে দিঘায়। ক্রেতাদের উন্মদনা দেখে আপ্লুত হন ব্যবসায়ীদের মুখে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ