Genelia D’Souza: বড়দিনে পরিবারের সঙ্গে চার্চে রিতেশ-জেনেলিয়া – genelia dsouza and riteish deshmukh spotted at a church of bandra with their child


Embed

বড়দিনের (Christmas) আনন্দে মেতে উঠেছে গোটা দুনিয়ার মানুষ। চারপাশে এখন উৎসবের আমেজ। বড়দিনে মেতে উঠেছেন বলি তারকারাও। শনিবার রাতেই বান্দ্রার (Bandra) এক চার্চে যেতে দেখা গিয়েছে জেনেলিয়া ডিসুজা (Genelia D’Souza) এবং রিতেশ দেশমুখকে (Riteish Deshmukh)। পুরো পরিবার চার্চে পৌঁছিয়ে গিয়েছিলেন। বড়দিনে একেবারে হালকা সাজে দেখা গিয়েছে জেনেলিয়াকে। অন্যদিকে রিতেশকে দেখা গিয়েছে ফর্মাল পোশাকে। তারকা দম্পতির সঙ্গে ছিল তাঁদের সন্তানরাও। ক্যামেরা দেখে দাঁড়িয়ে সপরিবারে দেন পোজও। দেখেনিন সেই ভিডিও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *