Modi to Flag off Vande Bharat Express : বন্দে ভারত উদ্বোধনে হাওড়ায় মোদী! সাজো সাজো রব স্টেশন চত্বরে – top security measures taken at howrah station for modi to flag off vande bharat express


Vande Bharat Express : ৩০ ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। উদ্বোধন হওয়ার কথা বন্দে ভারত এক্সপ্রেসের। তার আগে সাজ সাজ রব গোটা হাওড়া স্টেশন চত্বর জুড়ে। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন (Howrah Station)। হাওড়া স্টেশন সংলগ্ন চত্বর, হোটেল, আবাসন সহ সমস্ত জায়গায় চলছে চেকিং। হাওড়া স্টেশন চত্বর জুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শুরু হয়েছে। পড়ছে নীল-সাদা রঙের প্রলেপ। সাজিয়ে তোলা হচ্ছে হাওড়া ব্রিজকেও (Howrah Bridge)।

Vande Bharat Express : ট্রায়াল রানেই উত্তর-দক্ষিণে তুমুল করতালিতে স্বাগত বন্দে ভারত
মঙ্গলবার দুপুরে স্পেশাল প্রটেকশন গ্রুপের পদস্থ অফিসাররা হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) কমিশনার এবং RPF এর পদস্থ কর্তাদের সঙ্গে হাওড়া স্টেশন (Howrah Station) পরিদর্শন করেন। এদিন উপস্থিত ছিলেন পূর্ব রেলের (Eastern Railway) হাওড়া ডিভিশনের ডিআরএম মনিশ জইন এবং জেলাশাসক মুক্তা আর্য। পুলিশ সূত্রে খবর, আগামী শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ হাওড়া স্টেশন (Howrah Railway Station) চত্বরে আসার কথা রয়েছে প্রধামন্ত্রীর। এরপর হাজির হবেন ২২ নম্বর প্ল্যাটফর্মে। বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করবেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Vande Bharat Express Howrah To NJP : হাওড়ায় এল বন্দে ভারত এক্সপ্রেস, লিলুয়ায় সর্টিং ইয়ার্ডে উঁকিঝুঁকি উৎসাহীদের
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে হাওড়া স্টেশনের (Howrah Railway Station) সংলগ্ন এলাকায় রাস্তাঘাটও পরিষ্কার করা হচ্ছে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হাওড়া স্টেশন সংলগ্ন হোটেলগুলি এবং বিভিন্ন জায়গায় চেকিং করা হয়েছে। আজ বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) হাওড়া স্টেশনে রাখা হয়। ট্রেনটি দেখতে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ।

বন্দে-ভারত এক্সপ্রেস উদ্বোধন ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। পিএমও সূত্রে খবর, ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের (National Ganga Council) বৈঠকে যোগ দিতে কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রধানমন্ত্রী নিজেই সেই পরিষদের সভাপতি। পরিষদের সদস্য হিসেবে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee) থাকতে পারেন। গঙ্গা পরিষদের সদস্য হিসেবে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড।

Vande Bharat Trial Run: সোমবারেই ট্রায়াল রানে হাওড়া-এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস! বড়সড় আপডেট পূর্ব রেলের
৩০ ডিসেম্বর সকালে দিল্লি (Delhi) থেকে বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নামবেন প্রধানমন্ত্রী মোদী। এর পর কলকাতা বিমানবন্দর থেকে বায়ুসেনার বিশেষ কপ্টারে রেসকোর্স ময়দানে নামবেন। সেখানে থেকে তাঁর যাওয়ার কথা নৌ বাহিনীর বিশেষ কার্যালয়ে। এরপর গঙ্গা পরিষদের বৈঠকের পর তাঁর যাওয়ার কথা রয়েছে মিলেনিয়াম পার্কে। সেখানে একটি ভাস্কর্য্যের উদ্বোধন করে নৌ বাহিনীর জলযান চড়ে যাবেন হাওড়া স্টেশনে (Howrah Railway Station)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *